সেই কথা মাথায় রেখেই শান্তিপুর সার্কেলের ৬ টি অঞ্চলের প্রাথমিক স্কুলগুলো মিলিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আসর বসল। এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শান্তিপুর স্পোর্টিং ইউনিয়নের মাঠে।
সকাল ১০ টায় শুরু হয় এই প্রতিযোগিতা। উল্লেখ্য, ছাত্রছাত্রী মিলিয়ে মোট ৩৪ টি ইভেন্টে প্রায় ৪০০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখান যারা প্রথম হয়েছে তারা সাব ডিভিশন এবং তারপর জেলায় অংশগ্রহণ করবে।
advertisement
আরও পড়ুন: নবান্ন উৎসবের হাত ধরে শিলিগুড়িতে ফিরতে চলেছে ঐতিহাসিক যাত্রাপালা
বিধায়ক, পুরপ্রধান, উপ-পুরপ্রধান, অবর বিদ্যালয় পরিদর্শক, শিক্ষক-শিক্ষিকা ও কাউন্সিলররা এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাজির ছিলেন বিডিও।
উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর সার্কেলের এসআই অরূপরতন দাস, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামাণিক, শান্তিপুর পুরসভার পুরপ্রধান ও কাউন্সিলররাও হাজির ছিলেন। শান্তিপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও হাজির ছিলেন। এদিনের ক্রীড়া প্রতিযোগিতা কার্যত উৎসবে পরিণত হয়েছিল।
মৈনাক দেবনাথ