বাপের বাড়ির সেই আনন্দ শ্বশুরবাড়িতেই উপহার দিল শাশুড়ি মা। জামাইষষ্ঠীর পর বউ মা ষষ্ঠীর মাধ্যমে নিজের বউ মাকে ভালো মন্দ রান্না করে নিজের হাতে খাওয়ালেন তিনি। শাশুড়ি এবং বৌমার গভীর ভালোবাসা দেখে খুশি পরিবার থেকে শুরু করে আত্মীয়-স্বজনরাও।
আরও পড়ুনঃ সেনাবাহিনীতে জামাই, অনলাইনে জামাইষষ্ঠী পালন শাশুড়ির
advertisement
নিজের মেয়ের মত করে শাশুড়ি মার এমন যত্ন ও ভালোবাসা পেয়ে আপ্লুত মাজদিয়ার গৃহবধূ গার্গী পোদ্দার। ভাত, ডাল, মাছ, মাংস, দই, মিষ্টি এছাড়াও গ্রীষ্মকালীন ফল থালা ও বাটিতে সুন্দরভাবে সাজিয়ে আসন পেতে নিজের বৌমাকে খাওয়ালেন মাজদিয়ার বাসিন্দা রীণা পোদ্দার।
আরও পড়ুনঃ জামাইষষ্ঠীর আগের রাতে দেদার শাড়ি বিক্রি নদিয়ায়
তিনি জানান বৌমার বাপের বাড়ি দিল্লি। এইবার জামাইষষ্ঠীতে নিজের বাপের বাড়ি না যেতে পারায় মন খারাপ করে বসে ছিল সে। সেই কারণেই নিজের বউমাকে খুশি করতে এই পরিকল্পনা নিয়েছেন তিনি।
Mainak Debnath