পরিবারের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে মাত্র দু মাস আগে রাজমিস্ত্রি কাজে গিয়েছিল তাঞ্জারুল সেখ। কফিনবন্দি হয়ে ঘরে ফিরে আসতে হচ্ছে যুবককে। পরিবার সুত্রে জানা যায়, তানজারুল সেখ অন্যান্য দিনের মতো রাজমিস্ত্রি কাজে গিয়েছিল। কিন্তু হঠাৎ কাজ করার সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন যুবক। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে যুবকের পরিবার।
advertisement
আরও পড়ুন: ২০ বছর ধরে অবিবাহিতা বোনের ওপর দাদা-বৌদির অত্যাচার! অধিকারের দাবিতে ধর্নায় বোন!
ইতি মধ্যেই দেহ ময়নাতদন্তের পরে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে কফিনবন্দি করে। পেটের তাগিদে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে আকস্মিক ভাবে যুবকের মৃত্যুতে কার্যত বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। তবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গার শ্রমিকেরা ভিন রাজ্যে বা ভিন জেলায় রওনা দেওয়া হয়। তবে কয়েক দিন আগেই বড়ঞা ও খড়গ্রামের দুইজন পরিযায়ী শ্রমিকের কাজে রওনা দিয়ে মৃত্যু হয়। আবারও সেই ঘটনা ঘটল সামশেরগঞ্জের যুবকের । তবে কফিনবন্দি দেহ ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা ।
কৌশিক অধিকারী