বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন শহরের অদূরে নানুরের মোহনপুর, লাভপুরে চলছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পরিচালিত ‘শেকড়’ সিনেমার শুটিং। এই ছবিতে থাকছে নানা চমক৷ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দু’টি ছোট গল্প ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’, এই দুটি ছোট গল্পকে অন্য ভাবে মোড়ক দিচ্ছেন পরিচালক ব্রাত্য বসু।
আরও পড়ুন : ৫১ ফুটের বিশাল কালীমূর্তি বর্ধমানে! প্রতিমা তৈরি করতে কত মাটি লাগল? জানলে ভিড়মি খাবেন
advertisement
ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এপার বাংলায় তাঁর দ্বিতীয় পূর্ণাঙ্গ কোনও ছবিতে অভিনয় করলেন৷ তিনি বলেন, “২০২২ সালে আমি এখানে একটি ছবি করেছিলাম মৃণাল সেনের জীবনীর উপর সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ৷ এটি আমার দ্বিতীয় সিনেমা ৷ ছবিটা কাহিনীটা খুবই জীবন ঘনিষ্ঠ গল্প, গ্রামীণ প্রেক্ষাপট, এর পাশাপাশি মাটির গল্প, মানুষের দৈনন্দিন জীবনের গল্প, শেকড়ের গল্প। ব্রাত্য বসু দা একজন স্বনামধন্য অভিনেতা, পরিচালক, রাজনীতিক। আমি ওঁনার অভিনয়ের প্রচণ্ড ভক্ত ৷ তবে এখানে এসে একটা ভাল জিনিস দেখলাম।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক কথায়, ভারত-বাংলাদেশের সম্পর্ক যেমনই হোক না কেন, কাঁটাতারের দুই পারে উত্তাপ থাকুন অথবা না থাকুক, দুই বাংলার শিল্পীদের নিয়ে ‘শেকড়’ ছবি জনপ্রিয় হবে আশাবাদী সকলেই৷ প্রসঙ্গত, এর আগেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বহু লেখা নিয়ে কালজয়ী সিনেমা তৈরি হয়েছে। অস্কার জয়ী প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় একের পর এক ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘অপুর সংসার’ এর মতন স্বনামধন্য ছবি নির্মাণ করেছেন। এই ছবিও আগামীদিনে এমনই নাম করবে আশা করা যাচ্ছে।