স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমকল ব্লকের শাহবাজপুর গ্রাম থেকে বাবার বাড়ি নাজিরপুরে আসেন মৌসুমী বিবি বাবাকে ডাক্তার দেখানোর জন্য। বাবাকে বহরমপুর থেকে ডাক্তার দেখিয়ে তিনি নিয়ে আসেন। বিকেলে মেয়ের জ্বরের ওষুধ নিয়ে বাড়ির মূল গেটের পাশে বসেছিলেন তিনি। সেই সময় আচমকা গেটের লোহার গ্রিলে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যায়।
আরও পড়ুন: মুখ দেখা হল না বাড়ির নতুন সদস্যের! দীপাবলির আলো ছড়ানোর আগেই অঘটন, নিভে গেল তরতাজা যুবকের প্রাণ
advertisement
আর তার পরেই গ্রিলের ওপর বসে থাকায় হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হন মৌসুমী বিবি এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মুর্শিদাবাদের ডোমকল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বাবার চোখে জল, “আমার মেয়ে আমাকে ডাক্তার দেখানোর জন্য এসেছিল, আর আজ সে চিরতরে চলে গেল,” ভেঙে পড়া কণ্ঠে বলেন তিনি। মৃতার একমাত্র কন্যাসন্তান রয়েছে। মৌসুমীর বিয়ে হয়েছিল শাহবাজপুর গ্রামে, সেখান থেকেই বাবার বাড়িতে এসে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে হবে পরিবারের সদস্যদের হাতে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে। কালিপুজোর রাতে এই মর্মান্তিক পরিণতি ঘটবে তা বুঝে উঠতে পারেননি পরিবারের সদস্যরা।