মুখ দেখা হল না বাড়ির নতুন সদস্যের! দীপাবলির আলো ছড়ানোর আগেই অঘটন, নিভে গেল তরতাজা যুবকের প্রাণ

Last Updated:

দীপাবলির আলো ছড়ানোর আগেই নিভে গেল একটি জীবন। টুনি ল্যাম্প ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু নাড়াজোলের পাপাই দাসের।

দীপাবলির আনন্দের দিনই নেমে এল গভীর শোকের ছায়া
দীপাবলির আনন্দের দিনই নেমে এল গভীর শোকের ছায়া
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দীপাবলির আলো ছড়ানোর আগেই নিভে গেল একটি জীবন। টুনি ল্যাম্প ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু নাড়াজোলের যুবকের। দাসপুর থানার নাড়াজোল গ্রামে দীপাবলির আনন্দের দিনই নেমে এল গভীর শোকের ছায়া।  উৎসবের আলো জ্বালানোর প্রস্তুতি চলছিল ঘরে ঘরে। কিন্তু সেই আলোক উৎসবের আগেই অন্ধকার নামল এক পরিবারে। টুনি ল্যাম্প ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন স্থানীয় যুবক পাপাই দাস (বয়স ২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ক্লাবের কালীপুজোর কাজ সেরে নিজের বাড়িতে ফিরেছিলেন পাপাই। দীপাবলির আলোয় বাড়ি সাজাতে তিনি বাড়ির চারপাশে টুনি ল্যাম্প ঝুলাচ্ছিলেন। সেই সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগতেই তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত নাড়াজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পাপাই দাস অরুণ দাসের পুত্র।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের মৃত যুবক বিবাহিত এবং এক কন্যাসন্তানের পিতা ছিলেন। পরিবারের জানা যায়, তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। আরও এক সন্তানের অপেক্ষায় দিন গুনছিলেন তাঁরা। কিন্তু হঠাৎ এই মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে পুরো পরিবার। গ্রামবাসীরা জানিয়েছেন, পাপাই ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সহৃদয় মানুষ। এলাকার যে কোনও প্রয়োজনে, বিপদে-আপদে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে বাকরুদ্ধ সমগ্র নাড়াজোল গ্রাম। কেউ বিশ্বাসই করতে পারছেন না, এমন হাসিখুশি এক তরুণ এভাবে চলে যেতে পারেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীপাবলির আনন্দমুখর দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আলো উৎসবের রাতে নাড়াজোলে এখন শুধু একটাই প্রশ্ন— “কেন এমন হল?”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুখ দেখা হল না বাড়ির নতুন সদস্যের! দীপাবলির আলো ছড়ানোর আগেই অঘটন, নিভে গেল তরতাজা যুবকের প্রাণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement