Probashe Kali Puja: লন্ডনের বুকে একটুকরো কলকাতা! কালী আরাধনায় তুফান তুলতে প্রস্তুত প্রবাসী বাঙালিরা, আয়োজন না জানলে মিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
কর্মসূত্রে প্রবাসে বসবাস করলেও কিন্তু বাঙালিরা শিকড় ভুলে যায়নি। আর তারই প্রতিফলন দেখা যায় উৎসবের মরশুমে। প্রতিবছর দুর্গোৎসবে বাঙালিদের মেতে উঠতে দেখা যায় প্রবাসে। একইভাবে মেতে ওঠেন কালী আরাধনাতেও।
কর্মসূত্রে প্রবাসে বসবাস করলেও কিন্তু বাঙালিরা শিকড় ভুলে যায়নি। আর তারই প্রতিফলন দেখা যায় উৎসবের মরশুমে। প্রতিবছর দুর্গোৎসবে বাঙালিদের মেতে উঠতে দেখা যায় প্রবাসে। নিষ্ঠার সঙ্গে দেবী আরাধনার পাশাপাশি চলে আড্ডা, ভুরিভোজ আরও কত-কী! আর এসবের মধ্য দিয়েই বাঙালিরা বারবার প্রমাণ করে থাকেন তারা প্রবাসে থাকলেও শিকড় ভুলে যেতে নারাজ, তাইতো এবার দুর্গোৎসবের পাশাপাশি প্রবাসে কালী আরাধনায় মেতেছেন প্রবাসী বাঙালিরা।
advertisement
প্রবাসে লন্ডনের স্লাউতে এই বছর কালীপুজোর দশম বর্ষপূর্তি উদযাপন হতে চলেছে। এখানকার কালীপুজোর সূচনা হয়েছিল মূলত 'আড্ডা'র হাত ধরে। ২০১৩ সালে বন্ধুর মিলনে লন্ডনে স্লাউতে তৈরি হয়েছিল আড্ডা। আর তারপর ২০১৬ সালে তাদের উদ্যোগেই শুরু হয় কালীপুজো। এরপর বছর ঘুরতে না ঘুরতে বড় জায়গা, সেরা প্যান্ডেলের সেরার তকমা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে আজ আড্ডা পরিবারের সামনে অন্য উদ্দীপনা — বেশি করে পুজো। আর এইভাবে দেখতে দেখতেই এবার আড্ডার কালীপুজো নয়টি বছর পার করে দশম বছরে পা রাখছে।
advertisement
advertisement
এবার পুজোয় অন্যতম আকর্ষণ বাংলার আবহমান চায়ের আড্ডার স্থল। বাংলার পাড়ার মোড়ের চায়ের দোকানে সংস্কৃতি থেকে রাজনীতি, কাজ, সংসার ও ফ্যাশন সবকিছু নিয়ে চায়ের পেয়ালায় তোলা হবে তুফান। আড্ডার অন্যতম সদস্য নীলোৎপল মণ্ডল জানান, ‘প্রতিবছরের মতো এবারেও সাংস্কৃতিক উদ্যোগের ছোঁয়া থাকবে। এবার থাকবে কর্ণাটকের আদলে রঙ্গোলি আলপনার সৌন্দর্য। এবারের পূজার প্যান্ডেল সেজে উঠেছে রঙ্গোলির চিরন্তন সৌন্দর্যে। প্যান্ডেলে প্রবেশের প্রথম মুহূর্ত থেকেই দর্শনার্থীরা নিমগ্ন হবেন রঙ ও ঐতিহ্যের উজ্জ্বল উৎসবে। নকশায় ভরা সূক্ষ্ম কারুকাজ আর ফুলেল নকশা এই পুরো পরিবেশকে সাজিয়ে তুলেছে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবিতে, দূর্গোৎসবের আনন্দঘন আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে।'
advertisement
এসব ছাড়াও পুজোয় থাকবে চন্দননগরের আলোকসজ্জা, লোভনীয় খাবার পসরা। খাবারের মেনুতে পরিবেশিত হবে বাংলার সম্ভার। থাকছে কলকাতার বিরিয়ানি, পোড়াবাড়ির চমচম, ইলিশ, রোল কাটলেট এবং কচুরি আলুর দম। বলা যেতে প্রবাসে সপ্তাহান্তে আড্ডার কালীপুজোয় মায়ের আরাধনার পাশাপাশি থাকছে আগাগোড়া বাংলার স্বাদ, বাংলার শিকড়, বাঙালিদের আবেগ।