Murshidabad News: বাঁশের সাঁকোর উপর ছিপ নিয়ে বসেছিল...সেই শেষ দেখা! কোলের ছেলের খোঁজে দিশেহারা বাবা-মা
- Reported by:Koushik Adhikary
- local18
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বাবা দিনমজুর ও মা গৃহবধূ। তবে ছোট্ট শিশুর নিজের শখের বসেই নদীতে মাছ ধরতে যান। তবে মাছ ধরতে গিয়ে এই রকম পরিনতি হবে কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা।
মুর্শিদাবাদ: ময়ূরাক্ষী নদীর ঘাটে এক মর্মান্তিক ঘটনা। ছিপ ফেলে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ এক শিশু। ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার রুহা ঘাটে। কালীপুজোর দিন সকালে ছোট্ট শিশুর মর্মান্তিক পরিনতিতে শোকের পরিবেশ তৈরি হয়েছে গোটা গ্রাম জুড়েই।
advertisement
পুলিশ সুত্রে জানা গিয়েছে, নিখোঁজ শিশুর নাম সূর্য মাঝি । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়ূরাক্ষী নদীর দুই পাড়ে রয়েছে ঘনবসতিপূর্ণ গ্রাম। মাঝখানে বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী সেতুর উপর দিয়েই দুই পারের মানুষ যাতায়াত করেন। সেই সেতুর উপর বসে সূর্য ছিপ দিয়ে মাছ ধরছিল। হঠাৎই পা পিছলে নদীতে পড়ে যায় সে। সূর্য বেশ কিছু দিন ধরেই পড়াশোনোর মাঝেই মাছ ধরতে নদীর ধারে গিয়ে বসে থাকেন। দিনমজুর পরিবারের সন্তান সূর্য। কিন্তু মুহূর্তেই এই রকম ঘটনা ঘটে যাবে বুঝে উঠতে পারেননি পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা প্রশাসনের সঙ্গে মিলে নদীতে নেমে খোঁজ চালাচ্ছেন। ঘটনাস্থলে পৌঁছেছে সিভিল ডিফেন্সের দলও। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে আরও সন্ধান চালাবেই বলে জানা গিয়েছে।
advertisement
বাবা দিনমজুর ও মা গৃহবধূ। তবে ছোট্ট শিশুর নিজের শখের বসেই নদীতে মাছ ধরতে যান। তবে মাছ ধরতে গিয়ে এই রকম পরিনতি হবে কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা।
advertisement
তবে এখনও পর্যন্ত শিশুটির কোনও খোঁজ মেলেনি। নদীর জলে তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Oct 20, 2025 9:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বাঁশের সাঁকোর উপর ছিপ নিয়ে বসেছিল...সেই শেষ দেখা! কোলের ছেলের খোঁজে দিশেহারা বাবা-মা







