Diwali Air Pollution: এখনও সামান্য ভাল আছে কলকাতার বাতাস! বিষ ছড়িয়েছে দিল্লিতে..মুম্বই-পটনার অবস্থা তথৈবচ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
কলকাতার একিউআই একমাত্র অন্য মেট্রো সিটির তুলনায় যথেষ্ট ভাল৷ যাদের শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের সামান্য সমস্যা হতে পারে৷
নয়াদিল্লি: আজ বিকেল চারটে পর্যন্ত কলকাতার দূষণের মাত্রা অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই ভালো। মুম্বই, দিল্লি, লখনউ,পাটনা, আমেদাবাদের তুলনায় কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম। বলছে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীক্ষায় সেই তথ্য।
advertisement
ওই রিপোর্টে জানানো হয়েছে, ২০ অক্টোবর বিকেল ৪টে পর্যন্ত কলকাতা, মুম্বই, দিল্লি, লখনউ, পটনা এবং আহমেদাবাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (AQI) রেকর্ড করা হয়েছে৷ সেখানে দেখা গিয়েছে, কলকাতার AQI ৮৮, যা সন্তোষজনক৷ মুম্বই ১৮৮, মাঝারি ক্ষতিকারক, দিল্লি ৩৪৫ খুব খারাপ, লখনউ ১৪৪ মাধারি ক্ষতিকারক, পটনা ১৩৪ মাঝারি ক্ষতিকারক, আহমেদাবাদ ১৫৬ মাঝারি ক্ষতিকারক৷
advertisement
advertisement
কলকাতার একিউআই একমাত্র অন্য মেট্রো সিটির তুলনায় যথেষ্ট ভাল৷ যাদের শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের সামান্য সমস্যা হতে পারে৷
advertisement
দিল্লিতে অবস্থা খুবই খারাপ৷ দিল্লির বাতাসে বেশিক্ষণ শ্বাস নিলে ফুসফুস সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে৷
advertisement
মুম্বই, পটনা, এবং আহমেদাবাদের বাতাসের অবস্থা কম ক্ষতিকর৷ এতে যাঁদের ফুসফুসে সমস্যা, হাঁপানি অথবা হার্টের সমস্যা রয়েছে, তাঁদের শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 20, 2025 7:32 PM IST