Diwali Gift: দিওয়ালির বোনাস!... চার চাকা গাড়ি, কর্মীদের হাতে চাবি তুলে দিচ্ছেন মালিক, মুহূর্তে ভাইরাল ভিডিও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ভাটিয়ার অসাধারণ এই কাজটি তাঁর কর্মীদের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশকে প্রতিফলিত করে৷ কারণ তিনি তাঁর নিজের যাত্রার শুরুতেই কঠিন সময় দেখেছিলেন।
চণ্ডীগড়: সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল চণ্ডীগড়ের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার মালিকের ভিডিও৷ ভিডিও দেখে নেটিজেনরা একই সঙ্গে অবাক এবং হতাশ৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, MITS গ্রুপ নামের ওই সংস্থার প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান এমকে ভাটিয়া তাঁর ৫১ জন কর্মীর হাতে একটি করে গাড়ির চাবি তুলে দিচ্ছেন৷ প্রত্যেকেই পাচ্ছেন একটি স্কর্পিও গাড়ি৷
সংবাদসংস্থা দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী, MITS গ্রুপ তার সেরা পার্ফর্মিং কর্মীদের একটি করে বিলাসবহুল এসইউভি দিয়ে পুরস্কৃত করেছে৷ চণ্ডীগড়ের অফিসে অত্যন্ত ধুমধাম করে দিওয়ালি সেলিব্রেট করেছে ওই সংস্থা৷
advertisement
51 cars (including SUVs, Scorpios) gifted to staff of a Pharma company in Chandigarh on the occasion of Diwali!
Why didn’t we get such employers?😭 pic.twitter.com/RgKI9fvj8K
— Keh Ke Peheno (@coolfunnytshirt) October 20, 2025
advertisement
ভাটিয়ার অসাধারণ এই কাজটি তাঁর কর্মীদের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশকে প্রতিফলিত করে৷ কারণ তিনি তাঁর নিজের যাত্রার শুরুতেই কঠিন সময় দেখেছিলেন। আজ MITS গ্রুপের গর্বিত প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়ে থাকা ভাটিয়া ২০০২ সালে দেউলিয়া হওয়ার মুখোমুখি হয়েছিলেন বলে জানা যায়। কিন্তু তিনি থেমে থাকেননি, নিজের বুদ্ধিতে ঘুরে দাঁড়িয়েন২০১৫ সালে MITS-এ সাফল্য পান এবং আজ তাঁর নামে ১২টিরও বেশি কোম্পানি রয়েছে।
advertisement
হরিয়ানার পঞ্চকুলা জেলায় অবস্থিত, ভাটিয়া ভারতের বিভিন্ন রাজ্যে MITS গ্রুপ সম্প্রসারণের পরিকল্পনা করেছিলেন এবং এমনকি বিদেশি বাজারকেও টার্গেট করেছিলেন। ২০২৩ সালে মেডিক্যাল ডায়ালগসের সাথে এক আলাপচারিতায়, ভাটিয়া বলেছিলেন, “আমরা ইতিমধ্যেই কানাডা, লন্ডন এবং দুবাইতে লাইসেন্স পেয়েছি।”
view commentsLocation :
Chandigarh,Chandigarh,Chandigarh
First Published :
October 20, 2025 6:26 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Diwali Gift: দিওয়ালির বোনাস!... চার চাকা গাড়ি, কর্মীদের হাতে চাবি তুলে দিচ্ছেন মালিক, মুহূর্তে ভাইরাল ভিডিও