'শত্রুর মাথা ঘুরিয়ে দেয় বিক্রান্ত...', ব্রহ্মোসের নামেই কাঁপে শত্রু...' দীপাবলিতে নৌসেনা বাহিনীর সঙ্গে উদযাপনে হুঙ্কার মোদির
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
দীপাবলিতে নৌসেনা বাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদি। গোয়া-কারওয়ারের উপকূলে INS বিক্রান্ত থেকেই এই বছর দিলেন বিশেষ বার্তা। আজ, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীপাবলি উদযাপন করতে হাজির হয়েছেন গোয়া এবং কারওয়ার উপকূলের আইএনএস বিক্রান্তে। সেখানেই নৌবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করলেন মোদি।
গোয়া: দীপাবলিতে নৌসেনা বাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদি। গোয়া-কারওয়ারের উপকূলে INS বিক্রান্ত থেকেই এই বছর দিলেন বিশেষ বার্তা। আজ, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীপাবলি উদযাপন করতে হাজির হয়েছেন গোয়া এবং কারওয়ার উপকূলের আইএনএস বিক্রান্তে। সেখানেই নৌবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করলেন মোদি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বছরের দীপাবলির অনুষ্ঠানে তাঁর বিশেষ বার্তায় প্রতিবেশী পাকিস্তানকে ফের অপারেশন সিন্দুরের কথা মনে করিয়ে দেন এবং ফের একবার কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিক্রান্ত নামটিই শত্রুর সাহসের শেষ।
advertisement
advertisement
গোয়া এবং কারওয়ার উপকূলে আইএনএস বিক্রান্তে সাহসী সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আজ একটি চমৎকার দিন। এই মুহূর্তটি স্মরণীয়। আজ আমার একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে ভারত মাতার সাহসী সৈন্যদের অপরিসীম শক্তি…” অপারেশন সিঁদুরের কথা স্মরণ করে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারিও দেন মোদি।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “গত রাত আইএনএস বিক্রান্তে কাটানো, এমন এক অভিজ্ঞতা যা ভাষায় বর্ণনা করা কঠিন। তুমি তোমার গানে অপারেশন সিদুঁরকে যেভাবে বর্ণনা করেছো, সম্ভবত অন্য কেউ কখনও সেই অনুভূতি প্রকাশ করতে পারবে না যা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা একজন সৈনিক প্রকাশ করতে পারে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 20, 2025 12:44 PM IST