#হুগলি: নিজের বাড়িতেই অত্যাচারের শিকার বাড়ির মেয়ে। মেয়েটির দাদা এবং বৌদি দীর্ঘ কুড়ি বছর ধরে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করে আসছে বোনের উপর। নির্যাতিতা মহিলার নাম পিয়ালী পাল। দীর্ঘদিনের নির্যাতন থেকে রেহাই পাওয়ার জন্য স্থানীয় একটি মন্দিরের সামনে শনিবার দুপুরে ধর্নায় বসেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে ডানকুনি পৌর সভার আট নম্বর ওয়ার্ডের দেবী চামুন্ডা মন্দিরে।নির্যাতিতা মহিলার অভিযোগ, দীর্ঘ দিন ধরে দাদার সহযোগিতায় বৌদি পাপিয়া পাল মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করে আসছে। কখনো কখনো বৌদি মারধোর ও করেছে ওই মহিলাকে। এমনকি বাবার পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত করার চেষ্টা করছে। নির্যাতিতা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সমাধান না মেলায় ন্যায্য অধিকারের দাবিতে ধর্নায় বসেন। তার আরো দাবি বাড়ির মেয়েদের তার বাপের বাড়িতে ন্যায্য অধিকার আছে সেই অধিকার চান পিয়ালী পাল।
অন্যদিকে অভিযুক্ত দাদা সমিত পাল বোনের সমস্ত অভিযোগ নস্যাৎ করে জানান, তিনি পরিবারের বড় সন্তান। অনেক দায়িত্ব পালন করেছেন। কুড়ি বছর আগে তার বিয়ে হওয়ার পর থেকে অবিবাহিত বোনের সঙ্গে বৌদির অশান্তি শুরু হয়। পরিস্থতি এমন হয় ডানকুনি থানায় ডায়রি করি। এখন তার বোন নাটক করছে।
আরও পড়ুন: সহজে আর লাখপতিও হতে পারবেন না! দাবি না মানলে আর বিক্রিই হবে না লটারি! জানুন
স্থানীয় এক বাসিন্দা গুঞ্জন চক্রবর্তী জানান, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে মহিলা নির্যাতনের ঘটনা প্রতিদিন শোনা যাচ্ছে। মহিলার উপর যেভাবে অত্যাচার করা হয়েছে সেটা অমানবিক ঘটনা। পুলিশ প্রশাসনকে জানিও কোন সুরাহা পায়নি তাই বাধ্য হয়ে ধর্নায় বসেছেন।এই ঘটনা প্রসঙ্গে ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা জানান, কেউ উনাকে ঘর থেকে বার করে দেয়নি , ওই মহিলা বাড়িরই মেয়ে। জনপ্রতিনিধি হিসেবে তিনি ও ওনার কাছে অনুরোধ জানিয়েছিলেন ধর্না তুলে বাড়ি যেতে। দুপক্ষকেই প্রশাসনের কাছে যেতে বলা হয়েছে।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dankuni, Hooghly, Hooghly news