TRENDING:

Murshidabad News- মুর্শিদাবাদে লাগামছাড়া কোভিড পরিস্থিতি, নির্দিষ্ট সময়ে বাজার খোলার নির্দেশিকা জারি জেলা প্রশাসনের 

Last Updated:

গত চব্বিশ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলাতে কোভিড আক্রান্ত হয়েছেন ২৬৬ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুরঃ দৈনিক মুর্শিদাবাদ জেলাতে কোভিড ও ওমিক্রণ সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। যার ফলে উদ্বিগ্ন জেলা প্রশাসন (Murshidabad News)। এবার সম্পূর্ণ লকডাউনের পথে  না হেঁটে, মুর্শিদাবাদ জেলার দুটি পৌরসভা ও চারটি ব্লকে নির্দিষ্ট সময় খুলে রাখা হবে দোকান ও বাজার। কঠোর বিধিনিষেধ জারি করা হল মুর্শিদাবাদের জেলার বিভিন্ন এলাকায়। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হল এই নির্দেশিকা।
মুর্শিদাবাদ জেলা শাসক কার্যালয়
মুর্শিদাবাদ জেলা শাসক কার্যালয়
advertisement

শনিবার, চেম্বার অফ কমার্স, বিভিন্ন ব্যাবসায়ী সমিতি, কোভিড ম্যানেজমেন্ট টিম এর তরফে বৈঠক করা হয় মুর্শিদাবাদ জেলাতে, লাগামহীন কোভিড সংক্রমণ বৃদ্ধি রুখতে। ফলে লকডাউনের পথে না হেঁটে বিধি নিষেধ পর্ব এবং নির্দিষ্ট সময়ে বাজার খুলে রাখার সিদ্ধান্ত নিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন(Murshidabad News)।

জেলা প্রশাসনের নির্দেশিকায় জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কারণে আগামী ৯ জানুয়ারি রবিবার থেকে বহরমপুর পৌরসভা, কান্দি পৌরসভা, ভরতপুর এক ও ভরতপুর দুই ব্লক, বড়ঞা ব্লক এবং বহরমপুর ব্লকে নির্দিষ্ট সময়ে খোলা রাখা হবে বাজার। মুর্শিদাবাদের জেলা শাসকের পক্ষ থেকে নির্দেশিকা তে এও জানানো হয়েছে, শুধু মাত্র মুর্শিদাবাদ জেলার নির্দিষ্ট দুটি পৌরসভা ও এই কয়েকটি ব্লকে সকাল ছটা থেকে বেলা দশটা পর্যন্ত সমস্ত সব্জি, মাছ, মাংস, মার্কেট, খোলা থাকবে। পাশাপাশি সালার বাজার, বহরমপুর মনিন্দ্র নগর বাজার, বড়ঞা বাজার ও কান্দি পৌরসভার অধীনে যে তিনটি বাজার আছে সেই বাজারগুলি সকাল ছটা থেকে দশটা পর্যন্ত খোলা রাখা হবে। পাশাপাশি, দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সমস্ত কাপড়ের দোকান, জুয়েলার্স, মিষ্টির দোকান, বই-এর দোকান, পেপার মার্কেট, খুলে রাখা হবে।

advertisement

অন্যদিকে, আগামী ১০ জানুয়ারি থেকে বহরমপুর স্বর্নময়ী বাজারকে ওয়াই এমএ গ্রাউন্ডে স্হানান্তরিত ও মনিন্দ্রনগর বাজারকে মনিন্দ্র নগর গার্লস স্কুল প্রাঙ্গণে স্হানান্তরিত করা হয়েছে (Murshidabad News)। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড সুরক্ষার কথা মাথায় রেখে কিছু বাজারের সময় নিয়ন্ত্রণ ও কিছু বাজারের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা সাপেক্ষে। এদিকে গত চব্বিশ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলাতে কোভিড আক্রান্ত হয়েছেন ২৬৬জন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Kaushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- মুর্শিদাবাদে লাগামছাড়া কোভিড পরিস্থিতি, নির্দিষ্ট সময়ে বাজার খোলার নির্দেশিকা জারি জেলা প্রশাসনের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল