TRENDING:

বহরমপুরের বাঁশিওয়ালা, বিহার থেকে নবাবনগরীতে এসে নিজের তৈরি বাঁশি বেচে ও বাজিয়েই কোনওমতে দিন গুজরান

Last Updated:

Berhampore Flute Player : আসলাম মিঞার সাকিন বিহার হলেও বাংলার মেঠো পথে  ঘুরে রোজগারের আশায় বাঁশি বিক্রি করেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, বহরমপুর : আসলাম মিঞার সাকিন বিহার হলেও বাংলার মেঠো পথে ঘুরে রোজগারের আশায় বাঁশি বিক্রি করেন তিনি। আবার কখনও বা মনের আনন্দে সুর তোলেন বাঁশিতে। কিন্তু খিদে তো সুর বোঝে না ৷ তাই বাঁশিই তাঁর রুজি রোজগারের সম্বল। নিজে হাতেই এই বাঁশি তৈরি করেন তিনি। পেটের খিদে মেটাতে ৩০-৪০ টাকা দামে বিক্রি করেন বাঁশি। বিহার থেকে এসে বা়ঁশি বিক্রি করছেন আসলম মিঞা।
advertisement

তবে বিক্রি বাটা খুব একটা ভালো হয় না। বিহার থেকে এসে তিন মাস থেকে বাঁশি বিক্রি করে পেট চালানোর মত রোজগারটুকু হয়। বাংলার ঐতিহ্যবাহী বাঁশি যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে গেঁথে আছে। এক সময় শহর ও গ্রামের বিভিন্ন স্থানে বাঁশিওয়ালার আনাগোনা দেখা গেলেও দিন দিন তা হারিয়ে যাচ্ছে। তবে নানা প্রতিকূলতার মাঝেও এটি ধরে রেখেছেন বিহার থেকে বঙ্গে আসা  আসলম মিঞা।

advertisement

সবাই তাঁকে বাঁশিওয়ালা আসলম মিঞা নামেই চেনেন। মাঝে মধ্যেই কান পাতলে বাড়ির বাইরে শোনা যাবে মিষ্টি মধুর বাঁশির সুর। বহরমপুর শহরের রাজপথ থেকে শুরু করে অলিগলি পাড়ায় পাড়ার বাঁশি বিক্রি করছেন সুদুর বিহার থেকে আসা আসলম মিঞা। মুর্শিদাবাদের কান্দিতে থাকেন তিনি। বাঁশিই তার রুজি রোজগারের একমাত্র সম্বল। নিজে হাতেই এই বাঁশি তৈরি করেন। একটা বাঁশি তৈরি করতে ১০ দিন সময় লাগে।

advertisement

আরও পড়ুন : ট্রাক থামাতেই চক্ষু চড়কগাছ শুল্ক দফতরের আধিকারিকদের, উদ্ধার ৪৬৩ কেজি দুর্মূল্য খোসা

View More

আরও পড়ুন :  বাড়িতে তৈরি ধূপে দুর্গার আরাধনা, তিনশো বছর ধরে দাস পরিবারে এটাই রীতি

চাহিদা থাকলেও অর্থের অভাবে তিনি পাইকারিভাবে বিক্রি করতে পারছেন না। বাঁশি বানানোর পাশাপাশি তিনি সুমধুর সুরে বাজাতেও পারেন। আর তাই বাঁশিপ্রিয় মানুষরা আকৃষ্ট হয়ে বিনোদনের জন্য তাঁকে নিয়ে যান। তবে নবাব নগরী মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে এই বাঁশি বিক্রি করছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উখড়াবাসীদের জন্য সুখবর,তৈরি হতে চলেছে বহু অপেক্ষিত রোড ওভারব্রিজ!দূর হবে রেল গেট যন্ত্রণা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
বহরমপুরের বাঁশিওয়ালা, বিহার থেকে নবাবনগরীতে এসে নিজের তৈরি বাঁশি বেচে ও বাজিয়েই কোনওমতে দিন গুজরান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল