ট্রাক থামাতেই চক্ষু চড়কগাছ শুল্ক দফতরের আধিকারিকদের, উদ্ধার ৪৬৩ কেজি দুর্মূল্য খোসা

Last Updated:

Birbhum Crime : বিপুল পরিমাণ পোস্তর খোসা সহ দুজনকে গ্রেফতার করা হল বীরভূম থেকে

লামবাজার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা সম্ভব হয়
লামবাজার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা সম্ভব হয়
মাধব দাস, বীরভূম : বিপুল পরিমাণ পোস্তর খোসা-সহ দুজনকে গ্রেফতার করা হল বীরভূম থেকে।  গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস-এর আধিকারিক ও কর্মীরা হানা দেন বীরভূমে। এরপরেই ইলামবাজার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা সম্ভব হয়।
কাস্টমস সূত্রে জানা যাচ্ছে, তাঁদের কাছে খবর ছিল একটি বড় ১০ চাকার ট্রাকে করে এই ধরনের নিষিদ্ধ জিনিস পাচার করা হতে পারে। সেই মতো তাঁরা  সোমবার দুপুর বেলা সেখানে হানা দেন। এর পর ইলামবাজার থানা এলাকায় সন্দেহভাজন একটি ট্রাককে আটকানো হয়। সেই ট্রাকের ভিতর থেকেই উদ্ধার করা হয় ৪৬৩ কেজি পোস্ত-খোসা। উদ্ধার হওয়া এই পোস্তর খোসার আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক ৩৭ লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুন : পরপর চুরি! আতঙ্ক বাড়ছে নন্দীগ্রামে
এই ঘটনায় যে দুজনকে গ্রেফতার করা হয়েছে পর্বত সিং এবং বলজিৎ সিংকে। তাদের গ্রেফতার করার পর মঙ্গলবার বহরমপুর আদালতে তোলা হয়। বহরমপুর কাস্টমসের তরফ থেকে তাদের ১০ দিনের হেফাজত চাওয়া হয়। যদিও আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে চার দিনের হেফাজতের নির্দেশ দেয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে নিয়েছে, এই ধরনের পাচারের কাজ তারা আগে থেকেই করে।
advertisement
advertisement
আরও পড়ুন : ঝাড়গ্রামে হাতির হানায় মৃত ৩, শহরে ঢুকেই তান্ডবলীলা দাঁতালদের! ভয়ঙ্কর অবস্থা
মঙ্গলবার দুপুরে বহরমপুর চুঁয়াপুর কাস্টমস-এর সুপার অরিজিৎ ঘোষ সাংবাদিক বৈঠক করে জানান, ধৃতরা হরিয়ানা থেকে ট্রাকটি নিয়ে আসে। তার পর তারা মাঝে রেলের কিছু যন্ত্রাংশ লোড করে এবং বীরভূমের ইলামবাজারে ওই গাড়িতেই পোস্তর খোসা লোড করা হয়। এই বিপুল পরিমাণ পোস্তর খোসা দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল। কাস্টমস আধিকারিকরা ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত রয়েছেন তা নিয়ে খোঁজ চালাচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
ট্রাক থামাতেই চক্ষু চড়কগাছ শুল্ক দফতরের আধিকারিকদের, উদ্ধার ৪৬৩ কেজি দুর্মূল্য খোসা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement