TRENDING:

Bhadu Folk Culture: প্রাচীন লোকসংস্কৃতি ভাদু, কেমন আছেন এর সঙ্গে যুক্ত শিল্পীরা?

Last Updated:

প্রাচীন লোকসংস্কৃতি ভাদু ও ভাদু গান ক্রমশই লুপ্ত হওয়ার পথে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বাংলার জল হাওয়ায় রয়েছে সুরের স্পর্শ। প্রতিদিনের মেঠো গন্ধ ভরা সেই সব গান নিজস্ব গুণেই সম্পদ হয়ে উঠেছে বাংলার লোকসংস্কৃতির। ধর্মীয় কিংবা সামাজিক অথবা পারিবারিক যেকোনও উৎসবের কেন্দ্রে রয়েছে এই সব গান। গড়ে তুলেছে নিজস্ব সংস্কৃতি। এমনই এক লোকগান হল ভাদু গান। কিন্তু অন্যান্য লোকসংস্কৃতির মতই ভাদুর প্রচলন ক্রমশ কমছে।
advertisement

আরও পড়ুন: হাতে বানানো জিনিস অনলাইনে বেচে স্বনির্ভর হচ্ছেন সীমান্তের মহিলারা

সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের শ্রীহট্ট গ্রামে লোকশিল্পীরা মাতলেন ভাদু গানে। ভাদু মূলত একটা পরব যা পালিত হয় বাংলা ক্যালেন্ডারের ভাদ্র মাসে। আর এই পরবকে ঘিরে গাওয়া গানই হল ভাদু গান। রাঢ়বঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলা ভাদু গানের জন্মভূমি। ভাদুমণি বা রাজকুমারী ভদ্রাবতীর জীবন কাহিনী বর্ণনা করা হয় এই গানে। পাশাপাশি থাকে সমাজ সচেতনতার বার্তা। আষাঢ়-শ্রাবণ মাসে চাষের কাজের পর ভাদ্র মাসে গ্রামের পুরুষরা বেরিয়ে পড়েন ভাদুগান নিয়ে। সংক্রান্তির দিন নদীতে বিসর্জন দেওয়া হয় ভাদুমণির মূর্তি।

advertisement

View More

ভাদু গানগুলো মূলত প্রেম ও রাজনীতি বর্জিত। গানের সহজ সুরে বলা হয় নারী শক্তি ও প্রগতির কথা। গ্রামে গ্রামে ঘুরে শুধু সমাজ সচেতনতার বার্তা দেওয়াই নয়, উপার্জনের বিকল্প পথও এই গান। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মানুষ আগ্রহ হারিয়েছে এই সব লোকগীতিতে। যার প্রভাব পড়ছে বাংলার নিজস্ব সংস্কৃতিতেও। শুধু ভাদুই নয় সাংস্কৃতিক আগ্রাসনে হারিয়ে যাচ্ছে টুসু, ঝুমুর, গম্ভীরা, আলকাপ, জারি বা উত্তরবঙ্গের ভাওয়াইয়া লোকসঙ্গীত। ভাদু শিল্পীরা জানান, সরকার আর্থিক এবং সামাজিকভাবে সহায়তা করলে তবেই বেঁচে থাকবে ভাদু গান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Bhadu Folk Culture: প্রাচীন লোকসংস্কৃতি ভাদু, কেমন আছেন এর সঙ্গে যুক্ত শিল্পীরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল