গ্রামের বাসিন্দাদের এখন একমাত্র দাবি পানীয় জলের ব্যবস্থা করা হোক তাদের জন্য। আগে গ্রামেরই একটি পুকুর থেকে জল এনে খাওয়া হত। বর্তমানে সেই পুকুরের মালিকও জল দেয় না। তাই একপ্রকার বাধ্য হয়ে পার্শ্ববর্তী গ্রামের ডোবার নোংরা জলই এখন ব্যবহার করতে হচ্ছে। যার ফলে শারীরিক অসুস্থতা নিত্য সঙ্গী এই গ্রামের মানুষের। গ্রামের পুকুরের জল নিয়ে সেটা বাড়ির রান্নার খাবারের জন্য ব্যবহার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ ডোমকলে শালিসি সভা চলাকালীন গুলি! গ্রেফতার তিনজন
জল ফুটিয়ে সেই জল পানীয় হিসেবে ব্যবহার করে গ্রামের বাসিন্দারা।গ্রামের লোকেদের কথায়, জলের জন্য ২৪০ টাকা করে দিয়েছি। তবুও জল না পাওয়ায় আমাদের পাশের গ্রাম থেকে জল নিয়ে আসতে হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের উদাসীনতা কারণে ট্যাপ কানেকশন থাকলেও আমরা জল পাচ্ছি না। প্রশাসনিক স্তরে যোগাযোগ করা হলে তাঁরা জলের সমস্যা কথা স্বীকার করে নেন।
আরও পড়ুনঃ ব্যাগ থেকে মিলল ভয়ঙ্কর জিনিস! মুর্শিদাবাদে ভয়ে কাঁটা স্থানীয় বাসিন্দারা
তাঁরা জানিয়েছেন, আমরা পঞ্চায়েত কে বলেছি। গ্রামে জলের সমস্যা আছে। অন্যদিকে সরকারী ভাবে পাইপ লাইন থাকলেও সব জায়গা জল পৌঁছায়নি বলে স্বীকার করে নেন গ্রাম পঞ্চায়েতের সদস্যও। তবে রঘুনাথগঞ্জ এক ব্লকের বিডিও জানান, অতি দ্রুত সমস্যার সমাধান করা হবে জলের।
Kaushik Adhikary