Bomb recovered : ব্যাগ থেকে মিলল ভয়ঙ্কর জিনিস! মুর্শিদাবাদে ভয়ে কাঁটা স্থানীয় বাসিন্দারা

Last Updated:

Bomb recovered : বোমা উদ্ধারের ঘটনায় কেবির সেখ নামের এক ব্যক্তিকে আটক করেছে কান্দি থানার পুলিশ। ঐ ব্যক্তি পেশায় টোটোচালক। তবে এদিন সকালে পরিবারের সদস্যরা দাবি করেন, বোমা উদ্ধারের ঘটনায় কিছুই জানেন না কেবির সেখ। 

#কান্দি: শুক্রবার সাত সকালে মুর্শিদাবাদ জেলায় (Murshidabad district) তাজা বোমা উদ্ধার (Boma Recovery) কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের শাসপাড়ার একটি বাগান থেকে গোপন সূত্রে খবর পেয়ে একটি ব্যাগ ভর্তি তিনটি তাজা বোমা উদ্ধার করল কান্দি থানার পুলিশ (Kandi Police Station)। কে বা কারা কী কারণে এই বোমা মজুত করেছিল তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। বোম স্কোয়ার্ড প্রতিনিধি দল কে খবর দেওয়া হয়েছে বোমা নিষ্ক্রিয় করার জন্য ।
আরও পড়ুন: রেকর্ড-রেকর্ড-রেকর্ড! শুরু হতেই তাক লাগিয়ে দিল পদ্মা সেতু! কী হল জানেন?
মুর্শিদাবাদ জেলা পুলিশ (Murshidabad district police) সূত্রে জানা গিয়েছে, বোমা উদ্ধারের ঘটনায় কেবির সেখ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি পেশায় টোটোচালক। তবে এদিন সকালে পরিবারের সদস্যরা দাবি করেন, বোমা উদ্ধারের ঘটনায় কিছুই জানেন না কেবির সেখ। কেউ ষড়যন্ত্র করে ওই বোমা রেখে গিয়েছিল। গত দুই মাস আগে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছিল। তারপরে জেলায় সেইভাবে আর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। তবে শুক্রবার সকালে বোমা উদ্ধারের পর চাঞ্চল্য ছড়ায় কান্দিতে।
advertisement
অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে ডোমকলে সালিশি সভায় চলল গুলি৷ মৃত্যু হয় এক ব্যক্তির। তারপরেই কান্দি থানার অন্তর্গত শাসপাড়া গ্রামে তাজা বোমা উদ্ধার৷ কে কীভাবে এই বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Bomb recovered : ব্যাগ থেকে মিলল ভয়ঙ্কর জিনিস! মুর্শিদাবাদে ভয়ে কাঁটা স্থানীয় বাসিন্দারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement