পুরাতন মালদহের ১৫ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লী এলাকায় বাড়ি নিখোঁজ সঞ্জয় মণ্ডলের। তাঁর বাড়িতে আছে- স্ত্রী সহ দুই নাবালক সন্তান। এছাড়াও বৃদ্ধ বাবা আছেন। মূলত সঞ্জয়ের উপার্জনেই গোটা সংসার চলত। তিনি নিখোঁজ হয়ে যাওয়ায় গোটা পরিবারের উপার্জন কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ওই নিখোঁজ শ্রমিকের পরিবারের দাবি, গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সঞ্জয়কে কার্যত জোর করে বাড়ি থেকে পরিযায়ী শ্রমিকের কাজের জন্য ভিন রাজ্যে নিয়ে যায় ঠিকাদার। আর তারপর থেকেই তিনি নিখোঁজ। এই ঘটনায় ঠিকাদারের দিকে অভিযোগের আঙুল তুলেছে নিখোঁজ শ্রমিকের পরিবার। তাদের দাবি ওই ঠিকাদারই সঞ্জয়কে কোথাও আটকে রেখেছে।
advertisement
আরও পড়ুন: ভ্যান ভাড়া করে এনে তাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইক তুলছিলেন মহিলা! জানাজানি হতে তারপর যা হল...
এদিকে অভিযুক্ত ঠিকাদার জানিয়েছে, সঞ্জয় বিশাখাপত্তনমে জোর করে ট্রেন থেকে নেমে পড়েছিলেন৷ এরপর থেকে তাঁর আর কোনও সন্ধান পাওয়া যায়নি৷ ফোনে গোটা ঘটনা শুনে ওই শ্রমিকের পরিবারের সদস্যরা অন্ধ্রপ্রদেশেও ছুটে গিয়েছিলেন৷ কিন্তু সঞ্জয়ের সন্ধান মেলেনি৷ এরপর পরিবারের সদস্যরা স্থানীয় থানায় ঠিকাদারের নামে অভিযোগ দায়ের করেন৷ কিন্তু ওই অসহায় পরিবারটির দাবি, পুলিশ তাঁদের আর্জিতে কান দেয়নি৷ তাই তাঁরা বাধ্য হয়ে পুলিশ সুপার, এমনকি জেলা আদালতেও অভিযোগ দায়ের করেন৷ এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে পুরাতন মালদহের আদর্শপল্লি এলাকায়৷
হরষিত সিংহ





