TRENDING:

Malda: দিল্লিতে খেলার সুযোগ হাতিমারি হাই স্কুল মহিলা ফুটবল দলের

Last Updated:

মহিলা স্কুল ফুটবলে রাজ্যে চ্যাম্পিয়ন হলো মালদহের গাজোল হাতিমারি হাই স্কুল টিম।রাজ্যে চ্যাম্পিয়ন হয়ে ইন্টারন্যাশনাল সুব্রত মুর্খাজি কাপে খেলার সুযোগ পেল মালদহের গাজোল হাতিমারি হাই স্কুলের মহিলা ফুটবল টিম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : মহিলা স্কুল ফুটবলে রাজ্যে চ্যাম্পিয়ন হলো মালদহের গাজোল হাতিমারি হাই স্কুল টিম।রাজ্যে চ্যাম্পিয়ন হয়ে ইন্টারন্যাশনাল সুব্রত মুর্খাজি কাপে খেলার সুযোগ পেল মালদহের গাজোল হাতিমারি হাই স্কুলের মহিলা ফুটবল টিম। আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে ইন্টারন্যাশনাল সুব্রত মুখার্জি কাপের খেলা রয়েছে। সরাসরি সেখানে অংশগ্রহণ করতে পারবে হাতিমারি হাই স্কুলের মহিলা ফুটবল দল।শনিবার কলকাতায় আয়োজিত স্কুল স্পোর্টস রাজ্য সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুর্ধ ১৪ মহিলা ফুটবলে মালদহের গাজোল হাতিমারি হাই স্কুলের মুখোমুখি হয় পুরুলিয়া কুঁচিয়া হাই স্কুল।
advertisement

 

 

সেমিফাইনালে মালদহ হাতিমারি হাই স্কুল দক্ষিণ দিনাজপুর সরলা হাই স্কুলকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে - গোলে হাতিমারি হাই স্কুল জয়ী হয়। হাতি মারি হাই স্কুলের হয়ে পাঁচটি গোল করেছে লক্ষ্মী মুদি। একটি গোল করেছে দীপিকা মুর্মু। তাদের এমন জয় খুশি স্কুল কর্তৃপক্ষ। স্কুল স্পোর্টস রাজ্য সুব্রত মুখার্জি অনুর্ধ ১৪ ফুটবল প্রতিযোগিতায় এই নিয়ে দুইবার চ্যাম্পিয়ন হলো মালদহের হাতিমারি হাই স্কুল। ২০১৯ সালের প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন হয়ে দিল্লি খেলতে গিয়েছিল হাতিমারি স্কুলের টিম। ২০১৯ খেলার পর মাঝে বন্ধ ছিল এই প্রতিযোগিতা।

advertisement

View More

আরও পড়ুনঃ মদের আসরে দুই বন্ধুর বিবাদ! গুলি! জখম এক

 

 

২০২২ সালে পুনরায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২০১৯ এর পর ২০২২ সালে চ্যাম্পিয়ন খেতাব বজায় রাখল গাজোল হাতিমারি হাই স্কুল। স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার ঘোষ বলেন, পরপর দুইবার আমাদের স্কুল চ্যাম্পিয়ন হলো। রাজ্যে চ্যাম্পিয়ন হয়ে ইন্টারন্যাশনাল সুব্রত মুখার্জি কাপে সরাসরি খেলার সুযোগ হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে এই প্রতিযোগিতা দিল্লিতে অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের দল অংশগ্রহণ করবে।

advertisement

আরও পড়ুনঃ খুঁটি পুজোর মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ল দুর্গা পুজোর

 

 

রাজ্যে চ্যাম্পিয়ন হয়ে আগামীতে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার জন্য কয়েকদিনের মধ্যে প্রস্তুতি শুরু করবে দল। এমনটাই জানিয়েছেন হাতিমারি হাইস্কুলের মহিলা টিমের কোচ সহ প্রধান শিক্ষক। ২০১৯ সাল থেকেই ভালো সাফল্য মিলেছে এই মহিলা টিমের। স্কুল সূত্রে জানা গিয়েছে হাতিমারি হাই স্কুল মহিলা দলে অধিকাংশ আদিবাসী পড়বারা অংশগ্রহণ করছে।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর জাঁকজমকে বারাসাতকে টেক্কা! এই বছর নজর কাড়ল মধ্যমগ্রামের কোন কোন মণ্ডপ?
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: দিল্লিতে খেলার সুযোগ হাতিমারি হাই স্কুল মহিলা ফুটবল দলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল