আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগেই বেহাল রাস্তা ও সেতু সারাইয়ের দাবি
কালবৈশাখীর তাণ্ডবে তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরোনো মালদহের শান্তিপুর গ্রাম। এখনও এই গ্রামে গেলে দেখা যাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিদ্যুতের তার। ছেঁড়া বিদ্যুতের তার থেকে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা আছে। গ্রামের একাধিক কাঁচা বাড়ির ছাউনি উড়ে গিয়েছে। বিদ্যুৎ না থাকায় গ্রামের মানুষ গরমের মধ্যেই দিন কাটাতে বাধ্য হচ্ছে। তবে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে পানীয় জল নিয়ে।
advertisement
শান্তিপুর গ্রামে প্রায় ৫০০ টি পরিবারের বসবাস। গত এক সপ্তাহ ধরে প্রতিটি পরিবারের সদস্যরাই একপ্রকার নরক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। এদিকে গ্রামবাসীদের অভিযোগের জবাবে সাফাই দিতে গিয়ে স্থানীয় সাহাপুর পঞ্চায়েতের প্রধান অনিক ঘোষ বলেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর ওই গ্রামে ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল। বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়েছে। পানীয় জলের জন্য বিএসএফের জলের ট্যাঙ্ক নিয়ে এসে গ্রামে জল দেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনার গোটা বিষয়টি বিদ্যুৎ দপ্তরের বলে তিনি জানান।
হরষিত সিংহ