বিদেশের ফল দক্ষিণবঙ্গের জমিতে 

দারুণ লক্ষ্মীলাভের আশা

পাথুরে জমিতে বিজ্ঞানসম্মত উপায়ে ড্রাগন ফলের চাষ 

প্রায় ৭০০ টি ড্রাগন ফলের গাছ লাগিয়েছেন পশ্চিম মেদিনীপুরের এক চাষী

ক্যালিফোর্নিয়া, ভিয়েতনাম সহ একাধিক বিদেশি প্রজাতির সঙ্গে স্থানীয় প্রজাতি মিলে মোট ১৭ টি প্রজাতির ড্রাগন ফলের চাষ করেছেন তার এই কেশিয়াড়ির বাগানে 

বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করলে সামান্য পরিচর্যায় প্রায় ৩০ বছর ধরে ফলন মিলে ড্রাগনের গাছ থেকে

অন্যান্য চাষের তুলনায় বার্ষিক বেশ লাভ 

বাজারে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয় ড্রাগন

রেড ভেলভেট ও পিঙ্ক রোজ ড্রাগনের চাষ করেছেন তিনি

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন