দীর্ঘক্ষণ বাড়ি লক্ষ্য করে বাজি ফাটানোর প্রতিবাদ করায় কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এমনকী ওই কংগ্রেস কর্মীকে বাঁচাতে এসে গুরুতর জখম হয়েছে আরও পাঁচজন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন। মালদহ জেলার রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কংগ্রেস কর্মীর নাম ফটিকুল হক (২৪)।
advertisement
আরও পড়ুন: ‘অভিষেকের সঙ্গে রাত ৩টে অবধি ফোনে কথা হয়েছে’, গণনার রাতে রাতজাগার আসল কারণ জানালেন মমতা
আহত হয়েছেন হবিবুর রহমান-সহ মোট পাঁচজন। অভিযোগের তির ভাদো গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী রোজিনা বিবি, তার স্বামী তোফাজুল হক-সহ তার দলবলের বিরুদ্ধে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ভাদো গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী রোজিনা বিবি। আর জয়ের পরেই এলাকায় বেরিয়েছিল বিজয় মিছিল। সেই মিছিল ফটিকুল হকের বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিল জয়ী তৃণমূল প্রার্থী ও তার কর্মী সমর্থকরা। তারই প্রতিবাদ করেছিল ফটিকুল হক। সেই সময় তাকে বেধরক মারধর করা হয়। এমনকী তার মাথায় বাঁশের আঘাত করা হয় বলে অভিযোগ। তাকে বাঁচাতে আসেন ফুটিকুলের মামা হবিবুর রহমান সহ তার পরিবারের সদস্যরা। তাদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: সবুজে ঘেরা জলপাইগুড়ির জেলা পরিষদ ফের সবুজ, নজরে নতুন শাসক ‘সুন্দরী’!
তড়িঘড়ি আহতদেরকে উদ্ধার করে রাতেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে ফটিকুল ও তার মামা হবিবুরকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসা চলাকালীন বুধবার সকালে মৃত্যু হয় ফটিকুল হকের। এই বিষয়ে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার-সহ গোটা গ্রামের।
মৃতের দাদা, ‘সাইদূল হক বলেন, আমরা বরাবরই কংগ্রেস করে আসছি। এদিন ভোটের রেজাল্ট হওয়ার পর আমরা বুঝে যাই হেরে যাচ্ছি। তাই সকলেই বাড়ি ফিরে নিজের মতো করে বিভিন্ন কাজে নিযুক্ত হয়। আমার ভাই ফটিকুল বাড়িতেই ছিল। সে সময় তৃণমূলের বিজয় মিছিল বেরিয়েছিল। আমাদের বাড়ির সামনেই বাজি পটকা ফাটাতে শুরু করে। বাড়ি লক্ষ্য করে একাধিক বাজি ছোড়ে। আমার ভাই প্রতিবাদ করতে গেলে তাকে বেধড়ক মারধর করে। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করি। সেখানে মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমরা রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’
হরষিত সিংহ