WB Panchayat Election 2023: সবুজে ঘেরা জলপাইগুড়ির জেলা পরিষদ ফের সবুজ, নজরে নতুন শাসক 'সুন্দরী'!

Last Updated:

WB Panchayat Election 2023: সবুজ ঝড়, বিরোধী শূন্য জলপাইগুড়ি জেলা পরিষদ, ৯টি পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল কংগ্রেস।

প্রণয়িতা দাস
প্রণয়িতা দাস
জলপাইগুড়ি: মঙ্গলবার সকাল সাতটা থেকে বুধবার সকাল সাড়ে আটটা, গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন বিডিও তথা রিটার্নিং অফিসার। বৃষ্টি ভেজা ফাঁকা গণনাকেন্দ্রে বসে রইলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।এভাবেই সমাপ্ত হল জলপাইগুড়ি সদর ব্লকের পঞ্চায়েত ভোট গণনা।
এবারেও জলপাইগুড়ি জেলা পরিষদ নিজেদের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। তবে উঠে এসেছে নতুন প্রজন্মের নতুন মুখ, যার মধ্যে অন্যতম সদর ব্লকের জেলা পরিষদ আসনে জয়ী প্রণয়িতা দাস, যিনি এবারেই প্রথম অবতীর্ণ হয়েছিলেন রাজনৈতিক ময়দানে।
আরও পড়ুন: যে এলাকা কাঁপত স্বামীর ভয়ে, সেই এলাকাতেই এবার স্ত্রীর জয়! বাংলার মাও-যুগের অবসান?
এর সঙ্গে রয়েছে ডুয়ার্স বলয়ে দীর্ঘ দিন ধরে রাজনীতি করে আশা এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। জেলা পরিষদের ২৪ টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: একটা স্বাক্ষর নেই বলে কান্দির দুই বুথের ভোট পুরো বাতিল! কার সই? বিরাট শোরগোল
এরই সঙ্গে জলপাইগুড়ি জেলার নয়টি পঞ্চায়েত সমিতিরও দখল নিজের হাতে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস দল। এর পাশাপাশি জেলার ৮০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল ৬৪টি তে জয়ী হয়েছে তৃণমূল। সব মিলিয়ে জেলায় সবুজ ঝড়ে অনেক ফিকে হয়েছে গেরুয়া থেকে লালের ছটা।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
WB Panchayat Election 2023: সবুজে ঘেরা জলপাইগুড়ির জেলা পরিষদ ফের সবুজ, নজরে নতুন শাসক 'সুন্দরী'!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement