WB Panchayat Election 2023: একটা স্বাক্ষর নেই বলে কান্দির দুই বুথের ভোট পুরো বাতিল! কার সই? বিরাট শোরগোল
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
WB Panchayat Election 2023: মঙ্গলবার চলছে ভোট গণনা। কিন্তু এই গণনাতেই ভোট বাতিল হয়ে গেল।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর গ্রামের দুটি বুথে ব্যালট পেপারের মধ্যে প্রিজাইডিং অফিসারের সই না থাকাই ভোট বাতিল। কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের গণনাকেন্দ্রে বিক্ষোভ দেখায় তৃণমূল।
মঙ্গলবার চলছে ভোট গণনা। কিন্তু এই গণনাতেই ভোট বাতিল হয়ে গেল। মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের অধীনে সুভাষনগর গ্রামের ১৪২নং বুথের ঘটনা। দুটি বুথেরই ব্যালট পেপারের মধ্যে প্রিজাইডিং অফিসারের কোনও সই না থাকায় কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে ভোট গণনাকেন্দ্রের মধ্যে বিক্ষোভ শুরু হয়।
আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
মঙ্গলবার দুপুরে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা INTTUC সভাপতি তথা তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী পার্থপ্রতিম সরকার-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব বিক্ষোভ দেখান। এদিন ভোট গণনাকেন্দ্রের ভিতরে বিক্ষোভের পাশাপাশি, নির্বাচনী পর্যবেক্ষকের ঘরে এবং নির্বাচনী অফিসার ইনচার্জের ঘরে অভিযোগ জানাতে যান তৃণমূল নেতৃত্ব।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোটের ফল স্পষ্ট হতেই মহম্মদ সেলিমের মারাত্মক মন্তব্য! CPIM-কে আটকাতে কী করা হল? তোলপাড়
পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কান্দি ভোট গণনাকেন্দ্রের মধ্যে। তৃণমূলের মূলত অভিযোগ, কান্দি ব্লকের বিডিও থেকে শুরু করে কান্দি ব্লকের নির্বাচনী পর্যবেক্ষক এবং নির্বাচনী অফিসার ইনচার্জ সকলেই কংগ্রেসের অঙ্গুলিহেলনে এবং কংগ্রেসের দ্বারা প্রভাবিত হয়ে এই ধরনের কাজ করে চলেছে। তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা চালানো হচ্ছে।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 10:20 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
WB Panchayat Election 2023: একটা স্বাক্ষর নেই বলে কান্দির দুই বুথের ভোট পুরো বাতিল! কার সই? বিরাট শোরগোল