Mamata Banerjee: 'অভিষেকের সঙ্গে রাত ৩টে অবধি ফোনে কথা হয়েছে', গণনার রাতে রাতজাগার আসল কারণ জানালেন মমতা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee Abhishek Banerjee: দু-মাস ধরে রাজ্যজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের ঝড়। নির্বাচনের ফল পরিষ্কার হওয়ার পরই সাংবাদিক বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনা ও ভোট পরবর্তী হিংসা এড়াতে রাজ্য প্রশাসন সজাগ বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতেও দীর্ঘ সময় ভোট গণনায় যাতে কোনও হিংসা না হয় তার জন্য সজাগ থেকেছে তৃণমূল কংগ্রেসও, নবান্নে জানান মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সারারাত জেগে ছিলাম। অভিষেকের সাথে আমার রাত তিনটে অবধি কথা হয়েছে। তারপর অভিষেক আমায় বলল, দিদি তুমি এবার ঘুমোতে যাও। আমি বাকিটা দেখছি।’ ভোট গণনায় হিংসা ও লুঠের আশঙ্কা এবং ভোটকে শান্তিপূর্ণ করতেই এই উদ্যোগ বলে জানান মমতা। এমনকী পুলিশ প্রশাসনের পাশাপাশি মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীও রাতে সজাগ ছিলেন বলে মন্তব্য মমতার।
advertisement
আরও পড়ুন: জিতেও মার খেল তৃণমূল, কারা মারল? দাঁতনে বিরাট গণ্ডগোল!
এরই সঙ্গে দু-মাস ধরে রাজ্যজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নবজোয়ার করে ঘরে ঘরে, মানুষের কী চাই, কী প্রয়োজন তা জানা হয়েছে। নবজোয়ারে যারা ছিলেন, তারা ঘরে ঘরে গিয়ে বুঝিয়েছেন। যেটুকু ঘটেছে তা যেন আগামী দিনে না ঘটে সেটা দেখব। ওরা প্রথম থেকেই ভোট চাইছিল না। তিন মাস পিছিয়ে গেল ভোট।’
advertisement
advertisement
ভোট হিংসায় নিহতদের প্রতি এদিন সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যাঁরা মারা গিয়েছেন, তাঁদের জন্য আমি দুঃখিত। যেখানে যেখানে এই গণ্ডগোল হয়, ইতিহাস দেখুন সেখানে বরাবর হয়। ডোমকল, ভাঙড় আমরা তো জিতিনি। বিরোধীরা জিতেছে। দু লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ১৯ জনের পরিবারকে। সঙ্গে হোমগার্ড চাকরি দেব। মৃতরা পরিস্থিতির শিকার। পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি৷ যারা অপরাধী ব্যবস্থা নিন।’
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 6:27 PM IST