WB Panchayat Election 2023: জিতেও মার খেল তৃণমূল, কারা মারল? দাঁতনে বিরাট গণ্ডগোল!

Last Updated:

WB Panchayat Election 2023: ভোটের পর থেকেই শুরু শাসানি। ফল ঘোষণার পরই তৃণমূলের বাড়ি ভাঙচুরের অভিযোগ দাঁতনে।

বাড়ি ভাঙচুরের অভিযোগ
বাড়ি ভাঙচুরের অভিযোগ
দাঁতন: ভোট মিটলেও মিটল না অশান্তি। এবার বিরোধীর আক্রমণের শিকার শাসকদলের কর্মীরা। ভোট পরবর্তী হিংসা শুরু। তৃণমূলের বাড়ি ঘর ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ। সিপিএমের আক্রমণের শিকার হলেন তৃণমূলের কয়েকজন। দাঁতন বিধানসভার ব্রাহ্মণখলিসা এলাকার ঘটনা।
তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার রাতে এলাকার তিনটি বাড়িতে সিপিএমের লোকজন আক্রমণ চালায় বলে অভিযোগ। বাড়ি ভাঙচুরের পাশাপাশি বাড়িতে আগুন ও বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের তিনজন। তাদের দাঁতনের খণ্ডরুই হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: যে এলাকা কাঁপত স্বামীর ভয়ে, সেই এলাকাতেই এবার স্ত্রীর জয়! বাংলার মাও-যুগের অবসান?
তবে তৃণমূল এলাকায় জিতলেও কেন আক্রমণ তা স্পষ্ট নয়। তৃণমূলের বক্তব্য, কোনও পারিবারিক গণ্ডগোল নয়, রাজনৈতিক ভাবেই আক্রমণ চালানো হয়েছে। যারা আক্রমণ চালিয়েছে তাদের অনেকেই বিজেপি করত। পঞ্চায়েত নির্বাচনের আগে তারা সিপিআইএমের হাত ধরেন।
advertisement
advertisement
আরও পড়ুন: সবুজে ঘেরা জলপাইগুড়ির জেলা পরিষদ ফের সবুজ, নজরে নতুন শাসক ‘সুন্দরী’!
দাঁতন ২ ব্লক তৃণমূলের সভাপতি ইফতেকার আলির বক্তব্য, ‘মঙ্গলবার রাতে বোমাবাজি, মারধরের ঘটনা ঘটায় বিজেপি। যারা পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিআইএমে যোগ দিয়েছিল।’ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ও সিপিআইএম। ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় যায় পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় বুধবারও এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
advertisement
Ranjan Chanda
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
WB Panchayat Election 2023: জিতেও মার খেল তৃণমূল, কারা মারল? দাঁতনে বিরাট গণ্ডগোল!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement