TRENDING:

Viral Video: হাসপাতালে রোগী আর ইঁদুরের সহাবস্থান! ভয়ঙ্কর পরিস্থিতি মালদহ মেডিক্যালে, দেখুন

Last Updated:

Viral Video: কম্বল জড়িয়ে শুয়ে রয়েছেন রোগী। কখনও পায়ে, আবার কখনও মাথার উপর উঠে যাচ্ছে ইঁদুর। ভয়ঙ্কর ভিডিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: কম্বল জড়িয়ে শুয়ে রয়েছেন রোগী। কখনও পায়ে, আবার কখনও মাথার উপর উঠে যাচ্ছে ইঁদুর। আবার সেই ইঁদুর কম্বলের উপর রোগীর মুখের কাছে বিশ্রামও করছে। ইঁদুরের উপদ্রবে বিরক্ত হয়ে চড়, থাপ্পর ইঁদুরকে। চড় থাপ্পর মেরে ছুঁড়ে ফেলে দিলেও, আবার সেই ইঁদুর চলে আসছে রোগীর বেডের কাছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর ইঁদুরের সঙ্গে এমন লড়াইয়ের ছবি ধড়া পড়েছে ক্যামেরায়। আর সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
advertisement

ঝাঁ চকচকে হাসপাতালের মেঝেতে এমন ইঁদুরের উপদ্রবের ছবি দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন রোগীর আত্মীয়-পরিজন থেকে সাধারণ মানুষ। মালদহ মেডিক্যাল কলেজের পুরনো হাসপাতাল ভবনে এখনও একাধিক ওয়ার্ড রয়েছে। পুরনো ভবনের সমস্ত ওয়ার্ডগুলি নতুন করে সংস্কার করা হয়েছে। সেখানেই এমন কীটপতঙ্গের উপদ্রব।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার আগে অঘটন, বাঁকুড়া জেলায় বড় শতাংশের পরীক্ষার্থী 'ভ্যানিশ'!

advertisement

রোগী ও তাঁদের আত্মীয়দের অভিযোগ, পুরনো ভবনের পাশাপাশি মেডিক্যালের ঝাঁ চকচকে ভবনেও ইঁদুরের উপদ্রব ক্রমশ বাড়ছে। রোগীর শয্যায় ইঁদুরের ‘দাপাদাপি’ নিয়ে উঠছে প্রশ্ন। ইঁদুর-সহ বিভিন্ন কীটপতঙ্গের উপদ্রব ঠেকাতে  ‘পেস্ট কন্ট্রোলের’ জন্য রাজ্যের স্বাস্থ্য ভবনে চিঠি লেখা হয়েছে বলে জানান মালদহ মেডিক্যালের সুপার তথা সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহা। তিনি বলেন,রোগীর শয্যায় ইঁদুরের বিষয়টি সহকারি সুপারদের খতিয়ে দেখতে বলা হয়েছে। এ ছাড়া পেস্ট কন্ট্রোলের জন্য স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: 'আপ রুচি খানা', আলুর মুচমুচে স্প্রিং স্টিক এখন হট কেক বসিরহাটে! জিভে জল আনা পুরো

মালদহ মেডিক্যালে ইঁদুরের উপদ্রবের ছবি আগেও সামনে এসেছে। সম্প্রতি, মর্গে থাকা দেহ ইঁদুরে নষ্ট করে দেওয়ার মতো অভিযোগকে ঘিরে সরগরম হয়ে উঠেছিল মালদহ মেডিক্যাল। মৃতের আত্মীয়েরা দেহ নিতে অস্বীকার করে বিক্ষোভও দেখিয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই এ বার রোগীদের ওয়ার্ডে ইঁদুরের উপদ্রবের ছবি সামনে এসেছে। মালদহ মেডিক্যালের মেল মেডিসিন বিভাগে এক ভবঘুরে রোগী ভর্তি রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর শয্যায় ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। এমনকী, ইঁদুরকে ধরে তিনি মারছেন, এমনও ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনায় মেডিক্যালের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ, মানসিক ভারসাম্যহীন রোগীদের জন্য মেডিক্যালে পৃথক মানসিক বিভাগ রয়েছে। তার পরেও কেন সাধারণ রোগীদের সঙ্গে মানসিক ভারসাম্যহীন ভবঘুরের চিকিৎসা চলছে, উঠছে প্রশ্ন। যদিও সমস্ত বিষয় তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তারা।

advertisement

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Viral Video: হাসপাতালে রোগী আর ইঁদুরের সহাবস্থান! ভয়ঙ্কর পরিস্থিতি মালদহ মেডিক্যালে, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল