North 24 Parganas News: 'আপ রুচি খানা', আলুর মুচমুচে স্প্রিং স্টিক এখন হট কেক বসিরহাটে! জিভে জল আনা পুরো

Last Updated:

North 24 Parganas News: আলু দিয়ে তৈরি বিশেষ খাবার যার পোশাকি নাম দেওয়া হয়েছে 'পটেটো স্প্রিং স্টিক'। আলুতে কাঠি ঢুকিয়ে রোলিং মেশিনের মধ্য দিয়ে অনেকটা স্প্রিং-এর আকার দেওয়া হয় বলে এমন নামকরণ। 

+
আলুর

আলুর মুচমুচে স্প্রিং স্টিক

বসিরহাট: দিন যত পাল্টাচ্ছে, খাদ্যের তালিকায় জুড়ছে বিভিন্ন নতুন সংস্করণ। বাঙালির সব খাদ্যের মধ্যে আলু থাকাটা আবশ্যিক। আর সেই আলু দিয়েই এতদিন মুখরোচক খাদ্য হিসাবে আলু চিপস্‌, আলুমাখা, আলু কাবলি দিয়ে স্বাদ মেটাতেন আপামর খাদ্যরসিক বাঙালি। তবে সময় যত গড়িয়েছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আলুর সম্ভারেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। আলু দিয়ে তৈরি বিশেষ খাবার, যার পোশাকি নাম দেওয়া হয়েছে 'পটেটো স্প্রিং স্টিক'। আর আলুর এই নতুন খাবারের গন্ধ ও স্বাদে মজেছে বসিরহাটের প্রত্যন্ত এলাকা কুমারপুকুরের মেলা।
আলুতে কাঠি ঢুকিয়ে রোলিং মেশিনের মধ্য দিয়ে অনেকটা স্প্রিং-এর আকার দেওয়া হয় বলেই এমন নামকরণ। আলু দিয়ে তৈরি খাবারের মধ্যে এই খাবার আপনার জিভে জল আনবেই! বসিরহাটের কুমারপুকুর মেলায় এই পটেটো স্প্রিং স্টিক খাবারের দোকানে খাদ্যরসিকদের ভিড় ছিল উপচে পড়া।
advertisement
advertisement
আরও পড়ুন: তিরিশের কোঠায় বাড়ছে হৃদরোগের ঝুঁকি, হৃদয়কে বাঁচাতে মেনে চলুন চিকিৎসকের এই পরামর্শ
মুখরোচক এই খাবার কয়েকটি প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে করতে হয়। একটি আলুতে কাঠি ঢুকিয়ে রোলিং মেশিনের মধ্য দিয়ে অনেকটা স্প্রিং-এর আকার দেওয়া হয়। তারপর একাধিক মশলা ও চিজ এর উপর দেওয়া হয়। শেষে ব্যাটারে ডুবিয়ে মচমচে করে ভেজে সস আর মেয়োনেজ ছড়িয়ে পরিবেশন। এক একটি পটেটো স্প্রিং স্টিকের দাম রাখা হয়েছে ৩০ টাকা। বিক্রেতা জানান, দিনে প্রায় ১৫০-২০০টি পটেটো স্প্রিং বিক্রি হচ্ছে। আর এমন মুখরোচক খাবার হাতের নাগালে পেয়ে চেটেপুটে উপভোগ করছেন খাদ্যপ্রেমীরা।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: 'আপ রুচি খানা', আলুর মুচমুচে স্প্রিং স্টিক এখন হট কেক বসিরহাটে! জিভে জল আনা পুরো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement