Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষার আগে অঘটন, বাঁকুড়া জেলায় বড় শতাংশের পরীক্ষার্থী 'ভ্যানিশ'!

Last Updated:

Madhyamik Exam 2023: বাঁকুড়া জেলায় ঝপ করে করে নেমে গেল মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। গতবছরের তুলনায় ভ্যানিশ প্রায় অর্ধেক পরীক্ষার্থী।

বাঁকুড়া জেলায় বড় শতাংশের পরীক্ষার্থী 'ভ্যানিশ' (প্রতীকী ছবি)
বাঁকুড়া জেলায় বড় শতাংশের পরীক্ষার্থী 'ভ্যানিশ' (প্রতীকী ছবি)
বাঁকুড়া: আসন্ন মাধ্যমিক ২০২৩। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের নিরিখে রাজ্যের অন্যতম উজ্জ্বল জেলা বাঁকুড়া। প্রতি বছরই হাজার হাজার ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেয়। জেলার বিভিন্ন স্কুল থেকে উঠে আসেন কৃতী ছাত্র-ছাত্রীরা। কিন্তু এই বছর ঘটেছে এক অদ্ভুত ঘটনা, গত বছরের তুলনায় ৪৩.২১% কমে গিয়েছে বাঁকুড়া জেলার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। যেখানে দেশের জনসংখ্যা বেড়েই চলেছে সেখানে প্রতি বছর ছাত্র-ছাত্রীর সংখ্যা না বেড়ে বাঁকুড়া জেলায় হুট করে কমে গিয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা। বিষয়টি নিয়ে চিন্তিত জেলা শিক্ষা দফতর।
গতবছর বাঁকুড়া জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৩১৫২ জন। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় বাঁকুড়া জেলা থেকে অংশগ্রহণ করতে চলেছে মোট ৩০১৮৫ জন ছাত্রছাত্রী। এক ধাক্কায় ২২৯৮৭ জন পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। এই পরিসংখ্যানটি যথেষ্ট ভাবিয়ে তুলেছে জেলা শিক্ষা দফতরকে। কিন্তু কী কারনে ঘটেছে এই ঘটনা? গন্ডগোলটি ঠিক কোথায় ঘটেছে? এই বিষয়ে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল (বাঁকুড়া) পীযূষ কান্তি বেড়া সরাসরি বলেন, "২০১২ সালে রাজ্যজুড়ে স্কুলে ভর্তির বয়স বদলই পরীক্ষার্থীর সংখ্যা কমিয়ে দেওয়ার মূল কারণ। পরের বছর আবারও স্বাভাবিক জায়গায় পৌঁছে যাবে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা।"
advertisement
. ..
advertisement
আরও পড়ুন: আর ভয় নেই অঙ্কে, রইল আসন্ন মাধ্যমিক পরীক্ষায় উপপাদ্য করার সহজ পদ্ধতি
তাছাড়াও করোনার কারণে স্কুলে পড়াশোনা ছেড়ে দেওয়া ছাত্র-ছাত্রীদের সংখ্যাও বেড়েছে বিপুল, জানান জেলা স্কুল পরিদর্শক পীযূষ কান্তি বেড়া।
২০২৩ সালে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১১৬ টি এবং ৯১ টি সেন্টার। পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষার হলে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা জানানো হয়েছে এবং সেটি কার্যকর হচ্ছে কিনা পরিদর্শন করে দেখা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষায় এই বছর যে নতুন নিয়ম সংযোজন হয়েছে সেটা হল প্রতিবছরের ন্যায় এবছর অভিভাবক অভিভাবিকারা প্রথম দিনও পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।
advertisement
আরও পড়ুন: আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অঙ্কের সম্পাদ্য করার পদ্ধতি সহজেই শেখালেন শিক্ষিকা, দেখুন
সব মিলিয়ে তৈরি হচ্ছে বাঁকুড়া জেলা "মিশন মাধ্যমিক" এর জন্য। বিগত দুই দশক ধরে মাধ্যমিক ফলাফলের তালিকায় শীর্ষে অবস্থান করে এসেছে বাঁকুড়া জেলা। এ বছরও আশা করা যাচ্ছে একই ঘটনা ঘটবে। হঠাৎ করে ছাত্র-ছাত্রীদের সংখ্যা কমে যাওয়া জেলার ফলাফলের উপর কোনও প্রভাব ফেলবে কি না তা নিয়ে অবশ্য সংশয় থেকেই যাচ্ছে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষার আগে অঘটন, বাঁকুড়া জেলায় বড় শতাংশের পরীক্ষার্থী 'ভ্যানিশ'!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement