TRENDING:

Malda News: নদীতে জল বাড়তেই ভেঙে পড়ল বাঁশের সাঁকো, স্কুলে যেতে পারছে না ছেলেমেয়েরা

Last Updated:

নদীতে জলস্তর বৃদ্ধির কারণে বাঁশে সাঁকো ভেঙে পড়ায় গোটা জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুটি গ্রাম, পড়াশোনা শিকেয় উঠেছে ছেলেমেয়েদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: যোগাযোগের একমাত্র ভরসা ছিল বাঁশের সাঁকো। ২-৩ টি গ্রামের বাসিন্দাদের ভরসা নদীর উপর তৈরি বাঁশের এই সাঁকোটি। কিন্তু টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর ব্যাপক বৃদ্ধি পাওয়ায় বাঁশের মাচার একাংশ ভেঙে গিয়েছে৷ ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পুরাতন মালদহের শিবগঞ্জ ও বিধানগড় গ্রামের৷ এই ঘটনায় ব্যাপক বিপাকে পড়েছেন দুই গ্রামের বাসিন্দারা।
advertisement

আরও পড়ুন: বৃষ্টি থেমে রোদ উঠলেও এখনও মাঠ ভর্তি জল, পুজো হবে তো?

জেলার সঙ্গে সড়ক পথে যোগাযোগের একমাত্র ভরসা ছিল এই বাঁশের সাঁকোটি। সেটাই ভেঙে পড়ায় গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। কবে ঠিক হবে সেটাও জানা নেই। যদিও পঞ্চায়েত দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে৷ স্থানীয় বাসিন্দা অভিজিৎ সরকার বলেন, চরম সমস্যার মধ্যে পড়ে গিয়েছি আমরা। ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারছি না। নৌকায় করে যাতায়াত করছি সবাই।

advertisement

View More

পুরাতন মালদহের মুচিয়া পঞ্চায়েতের একপাশ দিয়ে বইছে টাঙন নদী। নদীর একদিকে গোটা পুরাতন মালদহ, অন্যদিকে শিবগঞ্জ ও বিধানগড় গ্রাম৷ দুটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের পক্ষে প্রধান ভরসা ছিল নদীর উপর তৈরি বাঁশের সাঁকোটি৷ জলস্তর বৃদ্ধির কারণে সেটাই এবার ভেঙে পড়েছে। এই প্রসঙ্গে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস বলেন, ওই এলাকার যাতায়াতের সমস্যা দীর্ঘদিনের। এখন নদীর জল ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে। নদীর উপর পাকা সেতু তৈরির চেষ্টা চলছে বলে তিনি জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: নদীতে জল বাড়তেই ভেঙে পড়ল বাঁশের সাঁকো, স্কুলে যেতে পারছে না ছেলেমেয়েরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল