East Medinipur News: বৃষ্টি থেমে রোদ উঠলেও এখনও মাঠ ভর্তি জল, পুজো হবে তো?

Last Updated:

বৃষ্টি থেমে রোদ উঠলেও পুজোর মণ্ডপ এখনও জলের তলায়, ফলে দুর্গাপুজো করা নিয়ে তীব্র সংশয়

+
title=

পূর্ব মেদিনীপুর: টানা বৃষ্টি থেমে রোদ উঠলেও বহু জায়গায় জমে আছে জল। ফলে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় দুর্গাপুজো ঘিরে সংশয়ের মেঘ দেখা দিয়েছে। বিভিন্ন মণ্ডপ এখন‌ও জলমগ্ন। মণ্ডপের সামনের মাঠজুড়ে জমা জল। এদিকে হাতে আর মাত্র এক সপ্তাহ সময় আছে, তারপর‌ই পুজো। এই অবস্থায় এখনও জমা জল না সরায় চিন্তা বেড়েছে পুজো উদ্যোক্তাদের। বৃষ্টির জমা জল কমলেও ময়না, তমলুক, পটাশপুর, পাঁশকুড়া একাধিক জায়গা এখনও জলমগ্ন। এই পরিস্থিতিতে জমা জল সরিয়ে মাঠ শুকনো করতে ব্যস্ত পুজো উদ্যোক্তারা।
তমলুকের আমরা সবাই পুজো কমিটি নিকাশি মহেশ্বর জিউ হাইস্কুল মাঠে পুজো করে। কিন্তু গত সপ্তাহের বৃষ্টির জেরে এখনও মাঠে জল দাঁড়িয়ে আছে। মণ্ডপ ভাসছে জলে। এই দুর্গাপুজোর উদ্বোধন হওয়ার কথা চতুর্থীতে। উদ্বোধন করবেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। ফলে হাতে মাত্র এক সপ্তাহ সময়। এর মধ্যে পুরো জল নেমে মাঠ শুকনো হবে কিনা তা নিয়েই চিন্তায় উদ্যোক্তারা। বাধ্য হয়ে পাম্প চালিয়ে তাঁরা জল বার করার চেষ্টা করছেন। পরিস্থিতি সামলাতে মাঠ সাদা বালি দিয়ে ভরাট করার চিন্তা ভাবনা নিয়েছে ওই পুজো কমিটি।
advertisement
advertisement
এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক প্রদীপ কুমার দে জানান, অসময়ে অতিভারী বৃষ্টি পুজোর প্রস্তুতিতে ব্যাঘাত সৃষ্টি করেছে। পুজোর দিনগুলিতে যাতে মণ্ডপে এসে দর্শনার্থীরা সুষ্ঠভাবে প্রতিমা দর্শন করতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে। প্রসঙ্গত এই পুজো কমিটির এবারের পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। বিগত বছরগুলিতে এই পুজো এলাকাবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: বৃষ্টি থেমে রোদ উঠলেও এখনও মাঠ ভর্তি জল, পুজো হবে তো?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement