স্বাস্থ্য প্রকল্পের লিংক-
আরও পড়ুনঃ অল্প বৃষ্টিতেই জল থৈ থৈ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর!
যেখানে প্রতিনিয়ত নির্দিষ্ট টাইম সমস্ত বিভাগীয় ডাক্তাররা ভিডিও কলিং মাধ্যমে রোগীদের সমস্যার কথা শুনছেন পাশাপাশি সেই সমস্যা অনুযায়ী উপযুক্ত টেলিমেডিসিনের পরামর্শ দিচ্ছেন। করোনা পরিস্থিতির সময় থেকে এর টেলি মেডিসিন পরিষেবা চালু করেছিল রাজ্য সরকার। পরবর্তীতে তার সমস্ত রোগের চিকিৎসা ক্ষেত্রে প্রযোজ্য হয়। এই পরিষেবার ফলে গ্রামীণ এলাকার রোগীদের অনেকটাই সুবিধা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মালদহের বন্যা ও ভাঙন মোকাবিলায় প্রস্তুত প্রশাসন
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্প চালু রয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন সময় করে। টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে রোগীদের মধ্যে ব্যাপক সাড়াও মিলেছে। আগামীতে আমরা আরো একাধিক বিভাগের স্বাস্থ্যপরিসেবা স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে প্রচেষ্টায় রয়েছি।
Harashit Singha