TRENDING:

Malda: হিন্দি মাধ্যম স্কুল থাকলেও জেলার কলেজগুলিতে পড়ানো হয় না হিন্দি মাধ্যমে

Last Updated:

হিন্দি বিষয় পড়ার সুযোগ নেই মালদহে। তবে মালদহে রয়েছে হিন্দি স্কুল। সেখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত হিন্দি ভাষায় পড়ানো হয়। এদিকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ গুলিতে হিন্দি বিষয় ও হিন্দি মাধ্যমে পড়াশোনার সুযোগ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে জেলার হিন্দি মাধ্যমের পড়ুয়াদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: হিন্দি বিষয় পড়ার সুযোগ নেই মালদহে। তবে মালদহে রয়েছে হিন্দি স্কুল। সেখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত হিন্দি ভাষায় পড়ানো হয়। এদিকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ গুলিতে হিন্দি বিষয় ও হিন্দি মাধ্যমে পড়াশোনার সুযোগ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে জেলার হিন্দি মাধ্যমের পড়ুয়াদের। অধিকাংশ পড়ুয়া হিন্দি মাধ্যমে পড়ার জন্য ভিন রাজ্যে বা অনান্য জেলায় চলে যাচ্ছে। আর্থিক অবস্থা খারাপ থাকায় অনেকেই বাইরে গিয়ে উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তি হতে পারছে না। ফলে উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনা বন্ধ হয়ে পড়ছে। তাই মালদহ জেলার হিন্দি মাধ্যমের পড়ুয়া ও তাদের অভিভাবকেরা মালদহের কলেজ গুলিতে হিন্দি মাধ্যমে পড়াশোনার দাবি তুলছেন। মালদহ‌ জেলায় অবাঙালি বহু মানুষ রয়েছেন। তাদের অধিকাংশই হিন্দি ভাষায় সাবলীল। জেলায় অবাঙালি পড়ুয়াদের জন্য মালদহ শহরে একটি হিন্দি মাধ্যম স্কুল রয়েছে। প্রতিবছর প্রায় শতাধিক পড়ুয়া এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করছেন। এদিকে মালদহে কোন কলেজেই হিন্দি ভাষায় পঠন-পাঠনের সুযোগ নেয়। উচ্চশিক্ষার জন্য সমস্যায় পড়তে হচ্ছে হিন্দি ভাষী পড়ুয়াদের।
advertisement

যদিও এই সমস্যার কথা স্বীকার করছেন মালদহের হিন্দি স্কুলের শিক্ষকদের একাংশ। কলেজে তাদের হিন্দি ভাষাভাষীর পড়াশোনার সুযোগ না পেয়ে চরম সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা।মালদা জেলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের জে এম এস হিন্দি হাই স্কুল রয়েছে। জেলার হিন্দি ভাষাভাষী ছাত্র-ছাত্রীরা প্রাইমারি শিক্ষার পঠন-পাঠন সমাপ্ত করার পর মাধ্যমিক স্তরে এই স্কুলেই ছাত্র-ছাত্রীদের ভর্তি হতে হয়।

advertisement

আরও পড়ুনঃ মালদহের আট রকমের আম মিলছে এবার কলকাতার আম মেলায়

এই স্কুল থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা পাশ করার পর উচ্চশিক্ষা ভর্তি হতে গিয়ে তাদের অন্য রাজ্যে চলে যেতে হয়। তবে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা হিন্দি পড়ার পাশাপাশি বাংলা পড়াশোনা ঠিকঠাক করতে পারে তারা স্থানীয় কলেজগুলিতে ভর্তি হতে পারে। তবে অধিকাংশই বাংলা পড়তে পারেনা। তাদের ক্ষেত্রে কলেজগুলোতে ভর্তি হতে চরম সমস্যা হয়। উচ্চশিক্ষা স্তরে পড়াশোনার ক্ষেত্রে এই সমস্যা দীর্ঘদিনের।

advertisement

আরও পড়ুনঃ খোলনলচে বদলে যেতে চলেছে, মালদা মেডিকেলে ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীদের জন্য ট্রিটমেন্টের বিশেষ ব্যবস্থা

অনেক দিন ধরেই হিন্দি ভাষাভাষীদের নিয়ে একটি কলেজ করা দাবি করে আসছেন পড়ুয়া থেকে অভিভাবকেরা।উত্তরবঙ্গে একমাত্র জলপাইগুড়ি জেলাতে হিন্দি একটি কলেজ রয়েছে। মালদা জেলাতেও একটি হিন্দি কলেজ খোলার দাবি উঠেছে। পাশাপাশি বর্তমানে যে সমস্ত কলেজগুলোতে হয়েছে সেগুলিতে হিন্দি বিষয়ে পড়াশোনা চালুর দাবি তুলেছেন পড়ুয়া অভিভাবকদের একাংশ।

advertisement

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: হিন্দি মাধ্যম স্কুল থাকলেও জেলার কলেজগুলিতে পড়ানো হয় না হিন্দি মাধ্যমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল