যদিও এই সমস্যার কথা স্বীকার করছেন মালদহের হিন্দি স্কুলের শিক্ষকদের একাংশ। কলেজে তাদের হিন্দি ভাষাভাষীর পড়াশোনার সুযোগ না পেয়ে চরম সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা।মালদা জেলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের জে এম এস হিন্দি হাই স্কুল রয়েছে। জেলার হিন্দি ভাষাভাষী ছাত্র-ছাত্রীরা প্রাইমারি শিক্ষার পঠন-পাঠন সমাপ্ত করার পর মাধ্যমিক স্তরে এই স্কুলেই ছাত্র-ছাত্রীদের ভর্তি হতে হয়।
advertisement
আরও পড়ুনঃ মালদহের আট রকমের আম মিলছে এবার কলকাতার আম মেলায়
এই স্কুল থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা পাশ করার পর উচ্চশিক্ষা ভর্তি হতে গিয়ে তাদের অন্য রাজ্যে চলে যেতে হয়। তবে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা হিন্দি পড়ার পাশাপাশি বাংলা পড়াশোনা ঠিকঠাক করতে পারে তারা স্থানীয় কলেজগুলিতে ভর্তি হতে পারে। তবে অধিকাংশই বাংলা পড়তে পারেনা। তাদের ক্ষেত্রে কলেজগুলোতে ভর্তি হতে চরম সমস্যা হয়। উচ্চশিক্ষা স্তরে পড়াশোনার ক্ষেত্রে এই সমস্যা দীর্ঘদিনের।
অনেক দিন ধরেই হিন্দি ভাষাভাষীদের নিয়ে একটি কলেজ করা দাবি করে আসছেন পড়ুয়া থেকে অভিভাবকেরা।উত্তরবঙ্গে একমাত্র জলপাইগুড়ি জেলাতে হিন্দি একটি কলেজ রয়েছে। মালদা জেলাতেও একটি হিন্দি কলেজ খোলার দাবি উঠেছে। পাশাপাশি বর্তমানে যে সমস্ত কলেজগুলোতে হয়েছে সেগুলিতে হিন্দি বিষয়ে পড়াশোনা চালুর দাবি তুলেছেন পড়ুয়া অভিভাবকদের একাংশ।
Harashit Singha