Maldah News: খোলনলচে বদলে যেতে চলেছে, মালদা মেডিকেলে ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীদের জন্য ট্রিটমেন্টের বিশেষ ব্যবস্থা

Last Updated:

শুধুমাত্র মালদহ জেলা নয় গৌড় বঙ্গের তিন জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খন্ড বহু রোগী উপকৃত হবেন।

+
Telemedicine

Telemedicine treatment facility for brain stoke patient's at Malda medical College hospital

#মালদহ: চিকিৎসা পরিষেবার আরও এক ধাপ উন্নতি হতে চলেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। শীঘ্রই মালদহ মেডিকেলে চালু হচ্ছে ব্রেইন স্ট্রোকের চিকিৎসা পরিষেবা। ট্রমা কেয়ার ইউনিট চালু হয়েছে ইতিমধ্যে। সেখানে নিউরো সার্জারি পরিষেবা চালু রয়েছে। এবার থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হতে চলেছে ব্রেইন স্ট্রোকের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা।
মালদা মেডিকেল কলেজের বাছাই করা বেশ কয়েকজন চিকিৎসককে ইতিমধ্যেই রাজ্যস্তরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরিকাঠামো তৈরি রয়েছে। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে পরিষেবা চালু হবে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এতদিন ব্রেন স্ট্রোকের রোগীদের সুচিকিৎসার কোন পরিকাঠামো ছিলনা। ফলে রোগীদের পরিষেবা দিতে সমস্যায় পড়তে হতো। এমনকি প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক ছিলেন না মেডিকেলে। রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে মালদহ মেডিকেলের বাছাই করা চিকিৎসকদের ব্রেইন স্ট্রোক রোগের চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
advertisement
আক্রান্ত কোনও রোগী মালদা মেডিক্যালে চিকিৎসার জন্য এলেই তাঁর শারীরিক লক্ষণ দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে চিকিৎসা শুরু করে দেওয়া হবে। প্রশিক্ষিত চিকিৎসকরা প্রয়োজনে যোগাযোগ করবেন রাজ্যের প্রখ্যাত নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ও নিউরো সার্জেনদের সঙ্গে। তাঁদেরকে দ্রুত পাঠানো হবে রোগীর সিটি স্ক্যানের রিপোর্ট। প্রশিক্ষিত চিকিৎসক ও বিশেষজ্ঞরা একযোগে চিকিৎসা শুরু করবেন ওই রোগীর।
advertisement
advertisement
বিশেষজ্ঞ ডাক্তারের মতামত অনুযায়ী প্রশিক্ষিত মেডিকেল কলেজের চিকিৎসকরা টেলিমেডিসিনের মাধ্যমে ব্রেইন স্ট্রোক আক্রান্ত রোগীকে প্রাথমিক চিকিৎসা শুরু করবেন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীদের গোল্ডেন পিরিয়ড এর মধ্যে চিকিৎসা পরিষেবা দিতে হয়। তাই টেলি মেডিসিনের মাধ্যমে দ্রুত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। রোগীর সিটিস্ক্যানের ফটো স্বাস্থ্য দফতরের পোর্টালে দ্রুত আপলোড করা হবে। এবং সেই ফটো রিপোর্ট দেখে রাজ্যের নিউরো বিশেষজ্ঞ ডাক্তাররা দেখার পর তাদের সাজেশন অনুযায়ী মালদহ মেডিকেল কলেজের প্রশিক্ষিত ডাক্তাররা আক্রান্ত ব্রেন স্ট্রোক রোগীর টেলিমেডিসিনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা শুরু করবেন।
advertisement
প্রক্রিয়াটি কিছুদিনের মধ্যেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই চিকিৎসার পরিষেবা চালু হলে  শুধুমাত্র মালদহ জেলা নয় গৌড় বঙ্গের তিন জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খন্ড বহু রোগী উপকৃত হবেন। পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবার আরও উন্নতি হবে।
Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
Maldah News: খোলনলচে বদলে যেতে চলেছে, মালদা মেডিকেলে ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীদের জন্য ট্রিটমেন্টের বিশেষ ব্যবস্থা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement