শহরের মধ্যে প্রায় চার কিলোমিটার জুড়ে পথবাতি জ্বলছেনা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পূর্ত দফতরের দায়িত্বে রয়েছে জাতীয় সড়ক ও ওভার ব্রিজের পথবাতি। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকলেও প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ করেছে না। এদিকে রাতে মালদহ শহরে যাতাযাত করতে সমস্যায় পড়তে হচ্ছে। মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বহু সাধারণ মানুষের মধ্যে করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে অনীহা
তবে দীর্ঘদিন ধরেই মালদা শহরের প্রধান মোড় গুলিতে আলোর সমস্যা রয়েছে এমনটাই দাবি স্থানীয়দের। পুরসভার তরফ থেকে এই মোড় গুলিতে একটি করে হাইমার্চ টাওয়ার লাইট বসানো হয়েছে। সে টাওয়ারের লাইট গুলি আপাতত জ্বলছে।
আরও পড়ুনঃ পাইপ লাইন না হওয়ায় জল পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ
ব্রিজ ও জাতীয় সড়কের দুই ধারের ৯০ শতাংশ লাইট অকেজো হয়ে পড়ে রয়েছে। তাই স্থানীয় বাসিন্দারা দাবি তুলছে এই লাইটগুলি আলো জ্বললে অনেকটাই সমস্যার সমাধান হবে সাধারণ মানুষের। সন্ধ্যার পরে রাস্তায় যাতায়াত করতে অনেকটাই ভয় ভীতি কাটবে মহিলা থেকে শিশুদের।
Harashit Singha