পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই জন হল মাসিদুর রহমান ও মোজাম্মেল মিজ্ঞা। তাদের বাড়ি রতুয়া থানা এলাকায়। জানা গিয়েছে, মালদহের রতুয়া থানার হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা আখতার আলমের বাড়িতে চুরি হয়। গত ২৯ জুন বাড়িতে পরিবারের কেউ ছিল না। সেই সুযোগে সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ি থেকে চুরি হয় নগদ পাঁচ লক্ষ টাকা ও প্রায় ৯ ভরি সোনার অলঙ্কার। আখতার আলম এই ঘটনায় রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে গ্রেফতার করে। মাসিদুর রহমান নামে ওই অভিযুক্তের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করে নগদ এক লক্ষ ৫৪ হাজার ৪০০ টাকা, একটি সোনার হার ও একটি সোনার চুরি।
advertisement
আরও পড়ুন: গরমের ছুটি শেষেও মিলছে না মিড ডে মিল! ক্ষুব্ধ পড়ুয়ারা
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরো এক জনের খোঁজ পায় পুলিশ। রতুয়ার মতিগঞ্জ এলাকা থেকে আরো এক জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মোজাম্মেল মিজ্ঞা নামে ওই অভিযুক্তের কাছ থেকেও বেশ কিছু সোনার অলঙ্কার উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা চুরি হওয়া সোনা গুলি অধিকাংশ একটি স্বর্ণকারের দোকানে দিয়ে সুদে টাকা নেয়। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
হরষিত সিংহ