Alipurduar News: গরমের ছুটি শেষেও মিলছে না মিড ডে মিল! ক্ষুব্ধ পড়ুয়ারা
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
Last Updated:
গরমের ছুটি কাটিয়ে খুলেছে স্কুল, তবে ছুটির পর প্রায় দুমাস ধরে স্কুল পড়ুয়াদের দেওয়া হচ্ছে না মিড ডে মিল।
আলিপুরদুয়ার: গরমের ছুটি কাটিয়ে খুলেছে স্কুল, তবে ছুটির পর প্রায় ২ মাস ধরে স্কুল পড়ুয়াদের দেওয়া হচ্ছে না মিড ডে মিল। স্কুল পড়ুয়াদের জিজ্ঞেস করলে তারা জানাচ্ছে দুপুরবেলা খেতে পারছে না তারা। ঘর থেকে তো কোনওদিন টিফিন দেয়নি। নতুন করে কেন দেওয়া হবে? প্রশ্ন পড়ুয়াদের।এমনই অভিযোগ কালচিনি ব্লকের মন্ডল পাড়ার আকসা বাকসা প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে।
পড়ুয়াদের অভিভাবক ও স্কুলের মিড ডে মিল তৈরির দায়িত্বে থাকা স্বনির্ভর দলের মহিলারা এসে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। এরপর তারা স্কুলের প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ জানিয়েছেন। ঘটনাটি নিয়ে উত্তেজনা রয়েছে এলাকায়।
advertisement
এই বিষয়ে পড়ুয়াদের অভিভাবকরা জানান, “প্রায় দু মাস ধরে মিড ডে মিল বন্ধ, একাধিকবার অভিযোগ জানিয়েওসুরাহা হয়নি।এছাড়াও স্কুলের বেহাল অবস্থা রয়েছে তবুও প্রধান শিক্ষিকা কোনও পদক্ষেপ নিচ্ছেন না, আমরা তার বদলিরও দাবি জানাচ্ছি।”
advertisement
এছাড়া স্বনির্ভর দলের মহিলাদের অভিযোগ, “গত পাঁচ মাস ধরে আমাদের কাজের টাকা বকেয়া রয়েছে, বারবার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি তবুও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2023 5:44 PM IST
