মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত সাত মাসে মালদা জেলায় সাপের কামড়ে অসুস্থ হয়েছিল ৩৫ জন। এর মধ্যে মৃত্যু হয় ৫ জনের। অধিকাংশ রোগী মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়েছেন। মালদহ জেলার অধিকাংশ গ্রামীণ এলাকা। বহু মানুষ মাঠে বিভিন্ন কাজে যান। এছাড়াও গ্রামীণ এলাকার বাড়ি ঘরের মধ্যেও বিষধর সাপ দেখা যায়।
advertisement
আরও পড়ুনঃ তীরন্দাজিতে জুয়েলের আগামী লক্ষ্য বিশ্বকাপ, চলছে জোর প্রস্তুতি
এ সমস্ত বিষধর সাপ থেকে মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবছরই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। সাপের কামড়ে হাত থেকে রক্ষা পেতে বা কাউকে সাপে কামড়ালে কি কি করণীয় সেই সমস্ত বিষয়ে যেমন আলোচনা হয় তেমনি সাপ সংরক্ষণ বিষয়ক আলোচনা করা হয়।
আরও পড়ুনঃ ভাল্লুক নিয়ে গ্রামে গ্রামে খেলা! বন দফতরের জালে পাকরাও তিন
মালদা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিনের এই কর্মশালা জেলা স্তরে অনুষ্ঠিত হয়েছে। তবে আগামীতে জেলার প্রতিটি গ্রামীণ এলাকায় ছোট ছোট কর্মশালা আয়োজন করা হবে প্রশাসনের উদ্যোগে। এ সমস্ত কর্মশালার ফলে মানুষ অনেকটাই সচেতন হতে পারবেন।
Harashit Singha