TRENDING:

Malda News: ভাঙনের আতঙ্কের মাঝেই স্লুইসগেটে ফাটল! সংরক্ষিত এলাকায় বন্যার আশঙ্কা

Last Updated:

Malda News: ইসলামপুরের তেল জাননা স্লুইসগেটের একটি অংশে ফুলহরের প্রবল জলের চাপে ফাটল ধরেছে। প্রবল বেগে জল ঢুকতে শুরু করেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সংরক্ষিত এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: জলস্তর ব্যাপক হারে বৃদ্ধি পেতেই এক দিকে শুরু হয়েছে ফুলহার নদীতে ভাঙন। গত প্রায় এক সপ্তাহ ধরে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে নদীর ভাঙন। ভাঙন আতঙ্কের মধ্যেই এ বার স্লুইস গেটে ফাটল দেখা দিয়েছে। ফাটলের অংশ দিয়ে হু হু করে বন্যার জল ঢুকছে সংরক্ষিত এলাকায়।
advertisement

ইসলামপুরের তেল জাননা স্লুইসগেটের একটি অংশে ফুলহরের প্রবল জলের চাপে ফাটল ধরেছে। প্রবল বেগে জল ঢুকতে শুরু করেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সংরক্ষিত এলাকায়। ইসলামপুর দৌলতনগর ভালুকা-সহ একাধিক অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বালির বস্তা দিয়ে স্থানীয় এবং প্রশাসনের উদ্যোগে গেট মেরামতির চেষ্টা চলছে তবুও জলের চাপে বালির বস্তা ধরে রাখা যাচ্ছে না।

advertisement

আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের দাবি, যদি অবিলম্বে জল না কমে তাহলে সংরক্ষিত এলাকাতেও বন্যা দেখা যাবে। অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে এই গেট মেরামতির দাবি তুলেছেন বাসিন্দারা।

আরও পড়ুন- ‘দিদি’র ছবি খোদাই করা শরীরে! শিলিগুড়ির যুবককে দেখতে ভিড়, আসছেন কলকাতায়

View More

আরও পড়ুন- এটা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস না রেলগাড়ি? কী কাণ্ড জানলে চমকে যাবেন!

advertisement

ইসলামপুর পঞ্চায়েত এলাকায় একদিকে ফুলার নদীর প্রবল ভাঙন‌ অপরদিকে স্লুইসগেটের ফাটলের জেরে জল সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ায় গোটা এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলা না করলে আগামী কিছুদিনের মধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হবে বিস্তীর্ণ এলাকা জুড়ে, দাবি বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা অবনী সাহা বলেন, “হঠাৎ ফাটল দেখা দিয়েছে। সংরক্ষিত এলাকায় জল ঢুকছে। প্রায় পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকা বন্যার কবলে পড়তে পারে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্ট বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ভাঙনের আতঙ্কের মাঝেই স্লুইসগেটে ফাটল! সংরক্ষিত এলাকায় বন্যার আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল