'দিদি'র ছবি খোদাই করা শরীরে! শিলিগুড়ির যুবককে দেখতে ভিড়, আসছেন কলকাতায়
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
smartphone: হাতে মুখ্যমন্ত্রীর ট্যাটু। এই যুবককে দেখতে জমছে ভিড়।
শিলিগুড়ি : ২১শে জুলাই। সেই উপলক্ষে নিজের হাতে মুখ্যমন্ত্রীর ট্যাটু বনালেন এক যুবক। উল্লেখ্য, তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছরই এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়।
এবার এই দিনটিকে শ্রদ্ধা দিবস হিসেবে পালন করার ঘোষণা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। রাজ্যের প্রতিটি জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই কলকাতার দিকে যাত্রা শুরু করেছেন। আজও অনেকে যাত্রা করেছেন।
এবারের শ্রদ্ধা দিবস উপলক্ষে এক বিশেষ উন্মাদনা দেখা যাচ্ছে। বিশেষত পঞ্চায়েত ভোটে বিপুল জয় এই উৎসবকে এক অন্য মাত্রা দিয়েছে। বিশেষ করে ছাত্র যুবদের মধ্যে আলাদা উন্মাদনা বিরাজমান।
advertisement
advertisement
আরও পড়ুন- দুর্ঘটনায় প্রয়াত জওয়ান! প্রাণে বাঁচালেন মানসিক ভারসাম্যহীনকে, চোখের জলে বিদায়
তৃণমূল কংগ্রেসের এমনই এক সৈনিক আবার হাতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ট্যাটু বানিয়ে নিয়েছেন। কেউ কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যাটু এঁকেছেন।
আরও পড়ুন- সাতদিনে এত বড় বদল! ‘পরাজিত’ তৃণমূল জিতল, হেরে গেলেন ‘জয়ী’ নির্দল প্রার্থী
শিলিগুড়ির এনজেপি স্টেশনে এমনই চিত্র ধরা পড়ল। নবীন দাস জানিয়েছেন, ” আমাদের কাছে মমতা এবং অভিষেক ব্যানার্জি একই আবেগের নাম। প্রতি বছরেই এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি।এবার নিজের হাতে দিদির ট্যাটু এঁকেছি। ইচ্ছা আছে দিদির সঙ্গে সাক্ষাৎ করার।”
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 20, 2023 7:30 PM IST








