East Medinipur News: সাতদিনে এত বড় বদল! ‘পরাজিত’ তৃণমূল জিতল, হেরে গেলেন 'জয়ী' নির্দল প্রার্থী

Last Updated:

পঞ্চায়েত ভোটেও গণনা বিভ্রাট নন্দীগ্রামে। ভোট গণনার ৭ দিন পর তৃণমূলের পরাজিত প্রার্থী পেলেন বিজয়ের সার্টিফিকেট। 

+
কেন্দেমারি

কেন্দেমারি জালপাই গ্রাম পঞ্চায়েত 

নন্দীগ্রাম: আবারও ভোট গণনার বিভ্রাট, শিরোনামে সেই নন্দীগ্রাম। বিধানসভা ভোটের গণনা বিভ্রাট রাজ্য তথা দেশজুড়ে বহুল চর্চিত হয়েছে। এবার পঞ্চায়েত ভোটেও গণনা বিভ্রাট নন্দীগ্রামে। ভোট গণনার ৭ দিন পর তৃণমূলের পরাজিত প্রার্থী পেলেন বিজয়ের সার্টিফিকেট। আর এই ঘটনায় আবারও বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতির এপি সেন্টার নন্দীগ্রামে। শুধু নন্দীগ্রাম নয় রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের গণনার পরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে।
নির্বাচনের ফলাফলে পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের গঠন করবে তৃণমূল এবং পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে সরকার পক্ষে শাসকদলের কাছ থেকে বিরোধী দল বিজেপি অনেকগুলি আসন ছিনিয়ে নিয়েছেন। বিশেষ করে নন্দীগ্রামে বিজেপি তাদের প্রভাব বিস্তার করতে পেরেছে গ্রাম পঞ্চায়েতগুলিতে। নন্দীগ্রাম ১ ব্লকের একটি গ্রাম সভা আসনে নির্দল ও শাসক দলের প্রার্থীর জয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী গণনার এক সপ্তাহ পর পেলেন জয়ের স্বীকৃতি।
advertisement
advertisement
নন্দীগ্রাম ১ ব্লকের কেন্দেমারী জালপাই গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরী চক বুথে তৃণমূল প্রার্থী তাপসী দোলাই জয়ী হওয়ার সার্টিফিকেট পেলেন প্রায় এক সপ্তাহ বাদে। ওই আসনে এর আগে জয়ী ঘোষণা করা হয়েছিল নির্দল প্রার্থীকে। বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী রিতা বল্লভকে জয়ী সার্টিফিকেট দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনে কমিশনের ওয়েবসাইটে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী দোলাইকে জয়লাভের দেখাচ্ছিল। তৃণমূল কংগ্রেস নির্বাচিত তাপসী দোলাইকে এক সপ্তাহ পর সার্টিফিকেট দেয় প্রশাসন।
advertisement
আরও পড়ুন: ২১ জুলাই বড় কোনও চমক দেবেন অনুব্রত? তিহাড়ে গুঞ্জন, কেষ্টর কামব্যাক কবে!
প্রশাসন সূত্রে জানা যায় নন্দীগ্রাম ১ ব্লক প্রশাসন পূর্বের জয়ী নির্দল প্রার্থী রিতা বল্লভকে চিঠি পাঠিয়েছেন। পূর্বের জয়ী নির্দল প্রার্থীর কাছ থেকে সার্টিফিকেট ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা নজিরবিহীন ঘটনা বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা।
প্রসঙ্গত গ্রাম পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয় হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে জয়ী হলেও ঘোষণা করা যাবে না জানিয়েছেন হাইকোর্ট। শুনানির কাজ এদিন থেকে শুরু হবে। কিন্তু জয়ী প্রার্থীকে পরাজিত করা পরাজিত প্রার্থীকে সার্টিফিকেট দেওয়া পরে জয়ী প্রার্থীকে আবার সার্টিফিকেট দেওয়া এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের নির্বাচন বিষয়ে নন্দীগ্রাম পুনরায় ইতিহাস হয়ে রইল।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: সাতদিনে এত বড় বদল! ‘পরাজিত’ তৃণমূল জিতল, হেরে গেলেন 'জয়ী' নির্দল প্রার্থী
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement