Anubrata Mondal: ২১ জুলাই বড় কোনও চমক দেবেন অনুব্রত? তিহাড়ে গুঞ্জন, কেষ্টর কামব্যাক কবে!

Last Updated:

Anubrata Mondal: ধর্মতলায় উঠবেন মমতা, তিহাড়ে তখন কী করবেন অনুব্রত? মিলতে পারে দারুণ এক চমক।

অনুব্রত মণ্ডল (ফাইল ছবি)
অনুব্রত মণ্ডল (ফাইল ছবি)
কলকাতা: করোনার সময় দু’বছর বাদ দিয়ে প্রতি বছরই লক্ষ্য বেঁধে দলে দলে লোক নিয়ে গিয়েছেন ধর্মতলায়। ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, বীরভূমের দাপুটে নেতা আলাদা আকর্ষণ তৈরি করেছেন। নজর কেড়েছেন দল থেকে বিরোধী শিবিরের কর্মী-সমর্থকদের। কিন্তু গত বছর অসুস্থতা এবং এ বছর গরু পাচার মামলায় অভিযুক্ত হয়ে জেলে থাকার কারণে ‘দিদি’-র সভায় নেই দলনেত্রীর প্রিয় কেষ্ট, অনুব্রত মণ্ডল।
গত বছর বোলপুরের বাড়িতে বসে টিভিতেই ‘২১ জুলাই একটা আবেগ, একটা সংগ্রাম’-এর দিনটি দেখেছিলেন অনুব্রত মণ্ডল। আর এবার তো তা-ও জুটবে বলে ভরসা নেই। দিল্লির তিহাড়় জেলের কড়া নিয়মে কোনও ভাবেই টেলিভিশনে চোখ রেখে ২১ জুলাই দেখার সৌভাগ্য হবে না অনুব্রতর কপালে। তার মধ্যে গত মঙ্গলবার ফের দিল্লি হাইকোর্টে পিছিয়ে গিয়েছে তাঁর জামিনের মামলার শুনানি।
advertisement
আরও পড়ুন: অনুব্রত জেলে, ২১ জুলাই ‘হিট’ করাবে কে? রেকর্ডের অঙ্গীকার করলেন বীরভূমের ওঁরা!
মঙ্গলবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও অসুস্থ হয়ে পড়েন ইডি-র আইনজীবী এস ভি রাজু। যার জেরে ওইদিন আদলতে উপস্থিত হতে পারেননি তিনি। তাই আদালতের কাছে সময় চায় ইডি। শুনানির পরবর্তী দিন ধার্য রয়েছে আগামী ৩১ জুলাই। ফলে ২১ জুলাই তো দূর, আপাতত ৩১ রাতও অনুব্রতর কাটবে তিহাড়ের ভিতরেই। গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে ওই জেলেই রয়েছেন কেষ্টর মেয়ে সুকন্যা মণ্ডলও।
advertisement
advertisement
গত বছর ২১ জুলাইয়ের মঞ্চে অনুব্রতর অনুপস্থিতির পরই জল্পনা শুরু হয়েছিল। অসুস্থতার মধ্যে ‘কিছুক্ষণের জন্য হলেও যাব’ বলেও কেন যাননি সেদিন দিদির কেষ্ট? পরে অবশ্য ইডি-সিবিআইয়ের পদক্ষেপে সবই জলের মতো পরিষ্কার হয়ে যায়। গরু পাচার থেকে ভোট পরবর্তী হিংসার তদন্তে একাধিকবার বীরভূমের নেতাকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। তারপর থেকে দলীয় কার্যালয়ে থাকলেও প্রকাশ্য সভায় দেখা যায়নি অনুব্রতকে। আর এ বছর তাঁর ঠাঁই জেলের কুঠুরিতে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: ২১ জুলাই বড় কোনও চমক দেবেন অনুব্রত? তিহাড়ে গুঞ্জন, কেষ্টর কামব্যাক কবে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement