WB Panchayat Election 2023: নির্দলদের দলে ফেরানো নয়, পঞ্চায়েত ভোটের ফল বেরতেই বড় সিদ্ধান্ত তৃণমূলের
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
WB Panchayat Election 2023: যে কোনও যোগদানে দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
কলকাতা: ২০২৪-এর লোকসভা ভোটের আগে পঞ্চায়েত নির্বাচনের ফলে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে সবুজ ঝড়ের প্রভাব যে ২৪-এর লোকসভায় ইতিবাচক ভাবেই পড়বে তা নিয়ে আর কোনও সন্দেহ নেই তৃণমূল কংগ্রেসের। লোকসভা ভোটের আগে তাই স্বস্তিতে শাসক দলের শিবিরে।
সব সাংসদ এলাকায় এগিয়ে রয়েছে শাসকদল। তবুও গ্রাম পঞ্চায়েত এলাকায় বাছাই করা বুথের পর্যালোচনা করবে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদহ এলাকায় বিশেষ নজরদারি চালাবে শাসক শিবির। এর পাশাপাশি, তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের ফল বেরনোর পরে নির্দল নিয়ে নজরদারি বাড়াচ্ছে তৃণমূল। নির্দল প্রার্থীদের দলে ফেরানো হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: ধুয়ে মুছে সাফ বিরোধীরা, উত্তর ২৪ পরগনায় তৃণমূলের ‘ফুলমার্কস’
নির্দলদের দলে ফেরানো নয়, আরও একবার জেলা সভাপতিদের বার্তা দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ করে নজর রয়েছে শাসকদলের। যে কোনও যোগদানে দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিতেই হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২০১৮-র পঞ্চায়েত ভোটের সঙ্গে তুলনা করলে আসন বাড়লেও আদতে উত্তরে জমি হারিয়েছে বিজেপি। যদিও কয়েকটি বুথে সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ তুলেছিল বঙ্গ বিজেপির নেতারা।
advertisement
advertisement
আরও পড়ুন: উত্তরে আশাতীত ফল! গ্রামের পর গ্রাম দখল তৃণমূলের! ২০২৪ নিয়ে চিন্তা বাড়ল গেরুয়া শিবিরে
মঙ্গলবারই পঞ্চায়েতের ভোট গণনা চলাকালীন ট্যুইট করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে একসূত্রে গেঁথে কটাক্ষ ছুড়েছেন তিনি। অভিষেকের ট্যুইটে রয়েছে আগামী লোকসভার ক্ষেত্র প্রস্তুতির প্রসঙ্গও। অভিষেকের দাবি, বিরোধীরা স্লোগান তুলেছিলেন, ‘নো ভোট টু মমতা’। সেটাই এ বার ‘নাও ভোট ফর মমতা’ হয়ে ফিরে এসেছে।
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 12, 2023 11:36 AM IST









