TRENDING:

Malda News: আইসিএসসি দশমে রাজ্যে যুগ্মভাবে দ্বিতীয়, নজর কাড়া সাফল্য মালদহের তৃষার

Last Updated:

Malda News: স্বপ্ন চিকিৎসক হওয়ার। তাই নিজের স্বপ্ন পূরণ করতে দশম শ্রেণির পরীক্ষার পর থেকেই কঠোর পরিশ্রম শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: স্বপ্ন চিকিৎসক হওয়ার। তাই নিজের স্বপ্ন পূরণ করতে দশমের পরীক্ষার পর থেকেই কঠোর পরিশ্রম শুরু করেছে। পরীক্ষা ভাল হওয়ায় চিকিৎসক হওয়ার স্বপ্ন আরও জোরাল হয়েছে তাঁর। তাই পরিবারের পক্ষ থেকে তাঁকে চিকিৎসক হওয়ার লক্ষ্য পূরণ করতে বাইরে পাঠানো হয়েছে পড়াশোনার জন্য। ইতিমধ্যে রেজাল্টেও নজর কেড়েছে। আইসিএসসি বোর্ডের দশমে রাজ্যে দ্বিতীয় মালদহের মেয়ে তৃষা বিহানী।
advertisement

মালদহের ইংরেজবাজার শহরের ১৭ নং ওয়ার্ড মহেশমাটি নিবাসী রাকেশ বিহানীর কন্যা তৃষা বিহানী। মালদহ শহরের একটি বেসরকারি স্কুল থেকে এ বছর পরীক্ষা দিয়েছে। পরীক্ষার পর ভাল ফলের আশা করেছিল তৃষা। তবে যে রাজ্যের দ্বিতীয় স্থান এবং মালদহে প্রথম হবে তা স্বপ্নেও ভাবতে পারেনি। এমন সাফল্যে খুশি তৃষা থেকে তাঁর পরিবারের প্রত্যেকেই। আইসিএসসি দশম শ্রেণির পরীক্ষায় ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছে।

advertisement

আরও পড়ুন New CEO of Twitter: কমছে বিপুল বিজ্ঞাপনের আয়, দায়িত্ব ছেড়ে ট্যুইটারে নতুন সিইও নিয়োগ এলন মাস্কের  

আরও পড়ুন: বিজেপির হাত ছেড়ে কংগ্রেসে এসেই কর্ণাটকে বাজিমাত! কানুগোলুই কি ভারতীয় রাজনীতির নতুন ‘পিকে’?

বর্তমানে সে রাজস্থানের কোটায় চিকিৎসকের পরীক্ষার প্রশিক্ষণ নিচ্ছে। জানা গিয়েছে, চিকিৎসক হওয়ার স্বপ্ন তার। তার এই সাফল্যে খুশির জোয়ার পরিবার ও প্রতিবেশীদের মধ্যে।

advertisement

মেয়ের এমন সাফল্যের পরিবারের সকলেই খুশি হয়েছেন। বাড়িতে বর্তমানে মেয়ে না থাকলেও তার এমন সাফল্যকে সামনে রেখে খুশির জোয়ার পরিবার জুড়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: আইসিএসসি দশমে রাজ্যে যুগ্মভাবে দ্বিতীয়, নজর কাড়া সাফল্য মালদহের তৃষার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল