New CEO of Twitter: কমছে বিপুল বিজ্ঞাপনের আয়, দায়িত্ব ছেড়ে ট্যুইটারে নতুন সিইও নিয়োগ এলন মাস্কের

Last Updated:

ট্যুইটারের সিইও পদে তিনি আর থাকছেন না। ওই পদে ছয় সপ্তাহের মধ্যে নতুন একজন দায়িত্ব নেবেন। বৃহস্পতিবার ট্যুইট করেই এখবর জানালেন মাইক্রোব্লগিং সংস্থা্ টুইটারের মালিক এলন মাস্ক! আর ইলনের এই ঘোষণার পর ট্যুইটারের শেয়ারের দাম বেড়েছে।

 নয়াদিল্লি:   ট্যুইটারের সিইও পদে তিনি আর থাকছেন না। ওই পদে ছয় সপ্তাহের মধ্যে নতুন একজন দায়িত্ব নেবেন। বৃহস্পতিবার ট্যুইট করেই এখবর জানালেন মাইক্রোব্লগিং সংস্থা্ টুইটারের মালিক  এলন মাস্ক! আর  এলনের এই ঘোষণার পর ট্যুইটারের শেয়ারের দাম বেড়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ট্যুইটারের পরবর্তী সিইও হচ্ছেন বিজ্ঞাপন দুনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব লিন্ডা ইয়াকারিনো। আসলে সংস্থার বিজ্ঞাপনের আয় টিকিয়ে রাখতে মাস্কের এহেন সিদ্ধান্ত বলে ধারণা বানিজ্যিক মহলের।
এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন দফতরের শীর্ষ কর্তা লিন্ডা ইয়াকারিনো  বছরে নিজের সংস্থার বিজ্ঞাপনের পরিমাণ বাড়িয়ে ১৩০০ কোটি ডলারে পৌঁছে দিয়েছেন।  গত বছর মিয়ামিতে একটি বিজ্ঞাপন বিষয়ক সম্মেলনে আলোচনায় বসেন  এলন আর লিন্ডা। ওই সম্মেলনে মাস্কের সাক্ষাৎকার নিয়েছিলেন লিন্ডা। সেখানে আলোচনার পর  এলন এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জল্পনা তৈরি হয়েছে বানিজ্যিক মহলে।  এনবিসির আগে টার্নার এন্টারটেইনমেন্টের ভাইস প্রেসিডেন্ট পদে ছিসে্ন লিন্ডা।
advertisement
advertisement
লিন্ডা দায়িত্ব নিলেই মাস্ক সংস্থার এক্সিকিউভ চেয়ারম্যান এবং চিফ টেকনোলজি অফিসারের পদে থাকবেন। ট্যুইটার ছাড়াও মাস্কের অন্য ব্যবসা আছে। টেসলা গাড়ি এবং মহাকাশযান বিষয়ক সংস্থা স্পেসএক্সেও বিরাট বিনিয়োগ আছে তার। ট্যুইটারের সিইও হিসেবে কাজ করার কারণে তিনি সে ব্যবসায় যথেষ্ট সময় দিতে পারছিলেন না। আর আগের কর্তারা দায়িত্ব থেকে সরে যাওয়ার পরেই ট্যুইটারের বিজ্ঞাপনের থেকে আয় কমেছিল বিপুল পরিমানে।
advertisement
বানিজ্যিক মহলের খবর, মাস্ক দায়িত্ব নেওয়ার আগে মূলত বিজ্ঞাপন থেকেই নব্বই শতাংশ আয় হত এই মাইক্রোব্লগিং সংস্থার। বিজ্ঞাপন বিষয়ক বিশেষজ্ঞ সংস্থা সেনসর টাওয়ার জানাচ্ছে ট্যুইটারে নিয়মিত বিজ্ঞাপন দিত এমন ২৪টি বড় মাপের সংস্থা তাঁদের আশি ভাগ বিজ্ঞাপন কমিয়ে দিয়েছে। যার ফলে আয়ের একটা বড় অংশে যথেষ্ট ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে লিন্ডা দায়িত্ব সংস্থার হাল ফিরতে পারে বলে মনে করছেন বানিজ্যিক বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
New CEO of Twitter: কমছে বিপুল বিজ্ঞাপনের আয়, দায়িত্ব ছেড়ে ট্যুইটারে নতুন সিইও নিয়োগ এলন মাস্কের
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement