Karnataka Election Results 2023 | Sunil Kanugolu | Prashant Kishor | PK: বিজেপির হাত ছেড়ে কংগ্রেসে এসেই কর্ণাটকে বাজিমাত! কানুগোলুই কি ভারতীয় রাজনীতির নতুন ‘পিকে’?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা কর্মসূচির পরিকল্পনা থেকে শুরু কর্ণাটকে কংগ্রেসের দুই বিপরীত মুখী শিবির শিবকুমার-সিদ্দারামাইয়াকে দৃশ্যত একসাথে নিয়ে আসা, এ সবই সম্ভব হয়েছে নাকি এই কানুগলুর জন্যেই৷
নয়াদিল্লি: শুরুতেই একটি দৃশ্য আপনাদের সামনে বর্ণনা করি বরং৷ মাস দুয়েক আগের কথা৷ স্থান, কর্ণাটকের এক ৫ তারা হোটেল৷ হোটেলের লবিতে সার দিয়ে বসে রয়েছেন নামী দামি, বাঘা বাঘা কংগ্রেস নেতারা৷ এই হোটেলেই থাকছেন কর্ণাটকের দায়িত্বপ্রাপ্ত, কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা৷
এমন সময় একটা পুরনো গাড়ি এসে থামল সেই হোটেলের সামনে৷ সেই গাড়ি থেকে নামল বছর চল্লিশের এক ব্যক্তি৷ মুখে হাল্কা দাড়ি৷ চোখে চশমা৷ শার্টের হাতার স্লিভ কনুই পর্যন্ত গোটানো৷ মাথার চুল এলোমেলো৷ লবিতে বসে থাকা কংগ্রেস নেতাদের ভাগ্য কিন্তু নির্ভর করছে আপাতদৃষ্টিতে অগোছালো এই মানুষটারই সিদ্ধান্তের উপর৷ অথচ, তাঁদের দিকে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ না করেই লবি দিয়ে গটগট করে হেঁটে সুরজেওয়ালার সঙ্গে দেখা করতে চলে গেলেন তিনি৷
advertisement
আরও পড়ুন: ‘ক্ষমতাধারী নয়! আম জনতাই ঠিক করে, ক্ষমতা কার হাতে যাবে’, সপাট মন্তব্য অধীরের
কে এই দাড়িওয়ালা, চশমা পরা ব্যক্তি? জানেন কী? নাহ, কোনও নেতা নয়৷ বছর চল্লিশের এই ব্যক্তি হলেন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট৷ কর্ণাটকে কংগ্রেসের এই ল্যান্ড স্লাইড ভিক্ট্রির অন্যতম নেপথ্য কারিগর৷ নাম সুনীল কানুগোলু৷
advertisement
প্রশান্ত কিশোর, ওরফে পিকে৷ ইলেকশন স্ট্র্যাটেজিস্ট হিসাবে এতদিন ধরে এই নামের সঙ্গেই পরিচিত ছিল পশ্চিমবঙ্গ তো বটেই এমনকি, গোটা ভারতও৷ কিন্তু, গত কয়েক বছরে চোরাস্রোতের মতো চুপিসারে কর্পোরেট পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছেন তাঁরই প্রাক্তন সহকর্মী এই সুনীল কানুগোলু৷
advertisement
রাজনৈতিক মহলে কান পাতলে কিন্তু এটাই শোনা যায়৷ এটাই কানুগোলুর নিজস্ব স্টাইল৷ না মিডিয়া, না ফোটো, না বড় বড় কথা, নিভৃতে থেকেই চুপিসারে নিজের কাজ করে যাওয়া৷ শোনা যায়, কর্ণাটক নির্বাচনের আগে নাকি তিনিই সরাসরি রাহুল গান্ধিকে সময়ে সময়ে তাঁর পরামর্শ দিয়ে গিয়েছেন৷
এমনকি, কর্ণাটকে এই বিপুল জয়ের পরেও খুব একটা বেশি উচ্ছ্বসিত দেখা যায়নি কানুগোলুকে৷ কেউ কেউ ব্যক্তিগত ভাবে মেসেজ করলে, উত্তরে ছোট্ট করে ধন্যবাদ জানিয়েছেন হয়ত৷
advertisement
তবে, মজার বিষয় কী জানেন, এই কানুগোলুই কিন্তু, এতদিন শরিক ছিলেন বিজেপির৷ কংগ্রেসের নীতি নির্ধারক দলের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার আগে, এই গত বছর পর্যন্ত, বিজেপির হয়ে নীতি নির্ধারণ করতেন৷ সেখানেও চূড়ান্ত সাফল্য৷ তারপরেই কর্ণাটক নির্বাচনের জন্য শিবির বদলে কংগ্রেসে৷
advertisement
কানুগোলুর এই সিদ্ধান্তে কিন্তু যথেষ্ট ধাক্কা খেয়েছিল গেরুয়া শিবির৷ তবে, কানুগোলু জানতেন, কর্ণাটকের এই জয়ই তাঁর কাছে ভবিষ্যতের জন্য আরও বড় দরজা খুলে দেবে৷
আরও পড়ুন: কংগ্রেসের ক্লিন স্যুইপ! কে হচ্ছেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে
রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা কর্মসূচির পরিকল্পনা থেকে শুরু কর্ণাটকে কংগ্রেসের দুই বিপরীত মুখী শিবির শিবকুমার-সিদ্দারামাইয়াকে দৃশ্যত একসাথে নিয়ে আসা, এ সবই নাকি সম্ভব হয়েছে এই কানুগোলুর সৌজন্যে৷
advertisement
কানুগোলু নিজেই জানিয়েছে, কর্ণাটকের নির্বাচনের আগে সপ্তাহে সাতদিন ২০ ঘণ্টা করে কাজ করেছেন তিনি৷ কানুগোলুর কথায়, ‘‘আমার কাজের ধরন অত্যন্ত সাধারণ৷ আমি এভাবেই কাজ করতে পছন্দ করি৷ আমি কোনও পাবলিসিটি চাইনি৷ যাঁদের জানার দরকার, তাঁরা জানেন আমি কী৷’’
পিকে থেকে সুনীল কানুগোলু৷ তাহলে দেশের ভবিষ্যৎ রাজনীতি কি থাকবে এই স্ট্র্যাটেজিস্টদের হাতেই? যাঁরা শিবির বদলে, বদলে দেবে রাজনৈতিক দলগুলোর ভাগ্য? প্রাচ্যেও বসত করবে পাশ্চাত্যের কর্পোরেট পলিটিকাল স্ট্র্যাটেজিস্ট কালচার৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
May 13, 2023 4:25 PM IST