তাদের দাবি করম পরবে পূর্ণাঙ্গ ছুটি দিতে হবে এবং এসটি করতে হবে। উল্লেখ্য রাজ্য সরকার ছুটি ঘোষণা করলেও তাদের করম পরবে জন্য পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা থেকে বঞ্চিত করা হয়েছে। এইসব দাবি-দাওয়া জানিয়ে মূখ্যমন্ত্রী কাছে দাবি জানিয়েন বিক্ষোভকারীরা। প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে তাদের বার্তা পৌছাতেই এদিনের এই পথ অবরোধ কর্মসূচি।
আরও পড়ুনঃ পতিত জমিতে ডালশস্য চাষের পরামর্শ কৃষি দফতরের
advertisement
প্রায় এক ঘন্টা মালদহ নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মি সামাজের কর্মীরা। হবিবপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতিতে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। কুড়মি সমাজের জেলা সম্পাদক স্বপন মাহাতো বলেন, করম পরবে আগে সরকারি পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এবার সেই ছুটি বাতিল করেছে সরকার।
আরও পড়ুনঃ ২০ বছরেও তৈরি হয়নি গ্রামের রাস্তা! ক্ষোভ এলাকাবাসীদের
পূর্ণাঙ্গ ছুটির পরিবর্তে শুধুমাত্র কুড়মি সমাজের সরকারি কর্মীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা করম পুজোয় পূর্ণাঙ্গ ছুটির দাবী জানাচ্ছি। সেই দাবিতে আমরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। অবরোধ বিক্ষোভের মাধ্যমে আমরা আমাদের দাবি প্রশাসনের কাছে পৌছাতে চাই। যতক্ষণ না আমাদের এই দাবি প্রশাসন মানবে আমরা আন্দোলন চালিয়ে যাব। আগামীতেও এই ধরনের আন্দোলন আমাদের হবে।
Harashit Singha






