TRENDING:

Malda: প্রতিবছরই গঙ্গা ও ফুলহারে ভাঙনের কবলে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

Last Updated:

একদিকে ফুলহার অপরদিকে গঙ্গা।দুই নদীর মাঝে অবস্থিত মালদহের দিয়ারা অঞ্চল। প্রতিবছর গঙ্গা ফুলহার ভাঙনে ধীরে ধীরে ভিটেমাটি হারাচ্ছে দিয়ারা অঞ্চলের দুটি পঞ্চায়েতের বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : একদিকে ফুলহার অপরদিকে গঙ্গা।দুই নদীর মাঝে অবস্থিত মালদহের দিয়ারা অঞ্চল। প্রতিবছর গঙ্গা ফুলহার ভাঙনে ধীরে ধীরে ভিটেমাটি হারাচ্ছে দিয়ারা অঞ্চলের দুটি পঞ্চায়েতের বাসিন্দারা। দুই নদীর মাঝের ব্যবধান কমে আসছে। প্রতিবছর গঙ্গা ভাঙনের কবলে পড়ে বারবার ভিটেমাটি হারিয়ে অসহায় এলাকার সাধারণ মানুষ। তবে উপায় নেই, সেখানেই কোনরকমে বাঁধের ওপর বাড়িঘর তৈরি করে রয়েছেন বাসিন্দারা। চলতি বছরে আবার ভাঙনের প্রকোপ, আবারো নতুন করে বহু গ্রাম জলের তলায় বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা। বর্ষার মৌসুম পড়তেই আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বহু মানুষ। ইতিমধ্যে জল বাড়তে শুরু করেছে মালদহ জেলার গঙ্গা-ফুলহর নদীর। ফের পাড় ভাঙতে শুরু করেছে দুই নদীর।
advertisement

 

 

মূলত মালদহের রতুয়া নং ব্লকের দিয়ারা এলাকায় গঙ্গা-ফুলহরের ছোবল তীব্র থেকে তীব্রতর হয়েছে। এই অঞ্চলের মহানন্দটোলা গ্ৰাম পঞ্চায়েতর একদিকে গঙ্গা আর অন্যদিকে ফুলহরের আগ্রাসনে প্রতি বছরই আয়তন হারাচ্ছে এই পঞ্চায়েত এলাকা। এমনকি নদীর পাড় ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামের অসংখ্য মানুষজন।

advertisement

আরও পড়ুনঃ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা, ব্যাঙ্ক ঋণ ও ট্রেড লাইসেন্স বিষয়ক কর্মশালা জেলা শিল্প কেন্দ্রে

 

 

তাঁদের অনেকে এখনও মাথা গোঁজার তেমন আশ্রয় পাননি। দিন কাটাচ্ছেন নদীর ধারেই।প্রতিবছর ভাঙ্গনের কবলে রতুয়ার দিয়ারা অঞ্চলের একের পর এক গ্রাম তলিয়ে যাচ্ছে। ভাঙ্গন রুখতে দিয়ারা অঞ্চলে গঙ্গা নদীর তীরে বাঁধ নির্মাণের আশ্বাস দীর্ঘদিনের। তবে এখনো সেই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি।

advertisement

আরও পড়ুনঃ ফের করোনা আতঙ্ক! আক্রান্ত রোগীর মৃত্যু, একদিনে আক্রান্ত ২৫ জন

 

 

শুধু ভাঙন নয় প্রতি বছর দুই নদীর বন্যার কবলে পড়তে হয় গোটা দিয়ারা অঞ্চলের বাসিন্দাদের। প্রশাসনের পক্ষ থেকে বহু আশ্বাস মিলেছে তবে কিছুই এখনো বাস্তবায়িত হয়নি।

advertisement

 

 

 

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: প্রতিবছরই গঙ্গা ও ফুলহারে ভাঙনের কবলে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল