মূলত মালদহের রতুয়া ১ নং ব্লকের দিয়ারা এলাকায় গঙ্গা-ফুলহরের ছোবল তীব্র থেকে তীব্রতর হয়েছে। এই অঞ্চলের মহানন্দটোলা গ্ৰাম পঞ্চায়েতর একদিকে গঙ্গা আর অন্যদিকে ফুলহরের আগ্রাসনে প্রতি বছরই আয়তন হারাচ্ছে এই পঞ্চায়েত এলাকা। এমনকি নদীর পাড় ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামের অসংখ্য মানুষজন।
advertisement
আরও পড়ুনঃ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা, ব্যাঙ্ক ঋণ ও ট্রেড লাইসেন্স বিষয়ক কর্মশালা জেলা শিল্প কেন্দ্রে
তাঁদের অনেকে এখনও মাথা গোঁজার তেমন আশ্রয় পাননি। দিন কাটাচ্ছেন নদীর ধারেই।প্রতিবছর ভাঙ্গনের কবলে রতুয়ার দিয়ারা অঞ্চলের একের পর এক গ্রাম তলিয়ে যাচ্ছে। ভাঙ্গন রুখতে দিয়ারা অঞ্চলে গঙ্গা নদীর তীরে বাঁধ নির্মাণের আশ্বাস দীর্ঘদিনের। তবে এখনো সেই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি।
আরও পড়ুনঃ ফের করোনা আতঙ্ক! আক্রান্ত রোগীর মৃত্যু, একদিনে আক্রান্ত ২৫ জন
শুধু ভাঙন নয় প্রতি বছর দুই নদীর বন্যার কবলে পড়তে হয় গোটা দিয়ারা অঞ্চলের বাসিন্দাদের। প্রশাসনের পক্ষ থেকে বহু আশ্বাস মিলেছে তবে কিছুই এখনো বাস্তবায়িত হয়নি।
Harashit Singha