তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। কথায় অসঙ্গতি ধড়া পড়ায় পুলিশ তল্লাশি চালায়। তার হেফাজত থেকে উদ্ধার হয় দুইটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম জিয়াবুল হক (৩৩)। বাড়ি মালদহের রতুয়া থানার নিমালদিহি গ্রামে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পাইপগান দুই রাউন্ড কার্তুজ। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, পাচারের উদ্দেশ্যে মথুরাপুর এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল অভিযুক্ত।
advertisement
আরও পড়ুনঃ পুকুরের ধারে আগাছার জঙ্গলে মজুত ছিল তাজা বোমা! ভরদুপুরে চাঞ্চল্য এলাকায়
মথুরাপুরে দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল রবিবার রাতে পুলিশের অভিযানে পাচারের আগেই ধরা পড়ে। এই গোটা কাণ্ডে আরো কারা কারা যুক্ত সে বিষয়ে যেমন তদন্ত প্রক্রিয়া পুলিশ শুরু করেছে পাশাপাশি ধৃতের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়ায় শুরু করেছে পুলিশ। সোমবার মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানায়।
Harashit Singh